Saturday, November 8, 2025

স্বামী নায়কদের মত রোমান্টিক নন, অভিযোগ নিয়ে থানায় হাজির নববধূ

Date:

বিয়ে হয়েছে ২৩ দিন। কিন্তু  স্বামী সিনেমার নায়কদের মতো স্মার্ট নয়। চুল থেকে দামি জেলের গন্ধও আসে না। এমনকি স্বামী হিরোদের মতো রোমান্টিকও নয়। স্বপ্নের রাজপুত্রকে খুঁজে না পেয়ে তাই থানায় হাজির নববধূ।  সেখানে এসে ১৪ বছরের বধূ বলেন, “আমাকে বাঁচান। আমি ফিরতে চাই না শ্বশুরবাড়িতে। আমাকে বিয়ে দেওয়া হয়েছে জোরপূর্বক।” গোটা ঘটনায় রীতিমত থতমত শিলিগুড়ির এনজেপি থানার পুলিশ।

মেয়েটির অভিযোগ,মাত্র ১৪ বছর বয়স তার।পড়াশুনা করেছে পঞ্চম শ্রেণি পর্যন্ত৷ তবে স্কুলের পাট চুকিয়ে বাড়িতেই ছিলেন তিনি কয়েক বছর আগে। কয়েকদিন আগেই তাকে বিয়ে দেওয়া হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে ৷কিন্তু তার বর একদমই পছন্দ নয়। খারাপ শ্বশুরবাড়ির লোকেরাও।এদিকে মেয়েটির মা থানায় এসে হাজির হন মেয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে থানায় এসেছে এমন খবর পেয়ে। থানায় এসে তিনি মেয়ের কথা না শুনতে অনুরোধ করেন। কিন্তু তার কথায় গুরুত্ব না দিয়ে নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগে তাকে আটক করে পুলিশ। পরে অবশ্য মেয়েটির মা কে ছেড়ে দেওয়া হয়।

শিলিগুড়ির এসিপি জানান, “মেয়েটি নাবালিকা হওয়ায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বিষয়টি দেখছে। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে মামলা দায়ের করা হবে। মেয়েটি শ্বশুরবাড়ি ফিরবে না বলে জানিয়েছে। তাকে আপাতত চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নামক একটি হোমে রাখা হয়েছে।” মেয়েটির মা জানিয়েছেন,  মেয়েটি হিন্দি সিনেমা, সিরিয়ালের পোকা।অভাবের সংসারে মেয়ের শখ পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হত তার মা -কে। পুলিশ জানিয়েছে,গোটা বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।চাইল্ড ওয়েলফেয়ার কমিটির রিপোর্ট পাওয়ার পর মেয়েটির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেও কথা বলা হবে।

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version