Friday, August 22, 2025

স্বামী নায়কদের মত রোমান্টিক নন, অভিযোগ নিয়ে থানায় হাজির নববধূ

Date:

বিয়ে হয়েছে ২৩ দিন। কিন্তু  স্বামী সিনেমার নায়কদের মতো স্মার্ট নয়। চুল থেকে দামি জেলের গন্ধও আসে না। এমনকি স্বামী হিরোদের মতো রোমান্টিকও নয়। স্বপ্নের রাজপুত্রকে খুঁজে না পেয়ে তাই থানায় হাজির নববধূ।  সেখানে এসে ১৪ বছরের বধূ বলেন, “আমাকে বাঁচান। আমি ফিরতে চাই না শ্বশুরবাড়িতে। আমাকে বিয়ে দেওয়া হয়েছে জোরপূর্বক।” গোটা ঘটনায় রীতিমত থতমত শিলিগুড়ির এনজেপি থানার পুলিশ।

মেয়েটির অভিযোগ,মাত্র ১৪ বছর বয়স তার।পড়াশুনা করেছে পঞ্চম শ্রেণি পর্যন্ত৷ তবে স্কুলের পাট চুকিয়ে বাড়িতেই ছিলেন তিনি কয়েক বছর আগে। কয়েকদিন আগেই তাকে বিয়ে দেওয়া হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে ৷কিন্তু তার বর একদমই পছন্দ নয়। খারাপ শ্বশুরবাড়ির লোকেরাও।এদিকে মেয়েটির মা থানায় এসে হাজির হন মেয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে থানায় এসেছে এমন খবর পেয়ে। থানায় এসে তিনি মেয়ের কথা না শুনতে অনুরোধ করেন। কিন্তু তার কথায় গুরুত্ব না দিয়ে নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগে তাকে আটক করে পুলিশ। পরে অবশ্য মেয়েটির মা কে ছেড়ে দেওয়া হয়।

শিলিগুড়ির এসিপি জানান, “মেয়েটি নাবালিকা হওয়ায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বিষয়টি দেখছে। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে মামলা দায়ের করা হবে। মেয়েটি শ্বশুরবাড়ি ফিরবে না বলে জানিয়েছে। তাকে আপাতত চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নামক একটি হোমে রাখা হয়েছে।” মেয়েটির মা জানিয়েছেন,  মেয়েটি হিন্দি সিনেমা, সিরিয়ালের পোকা।অভাবের সংসারে মেয়ের শখ পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হত তার মা -কে। পুলিশ জানিয়েছে,গোটা বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।চাইল্ড ওয়েলফেয়ার কমিটির রিপোর্ট পাওয়ার পর মেয়েটির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেও কথা বলা হবে।

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...
Exit mobile version