Thursday, November 6, 2025

অধিবেশনের ঠিক আগে পেগাসাস রিপোর্ট প্রকাশ্যে আসা কাকতালীয় নয়: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

Date:

ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে(Pegasus) হাতিয়ার করে দেশবাসীর ফোনে আঁড়ি পাতছে কেন্দ্র। লোকসভার(parliament) বাদল অধিবেশন(monsoon session) শুরুর দিন এই ইস্যুকে হাতিয়ার করে সংসদে সরব হয়ে উঠেছেন বিরোধীরা। চাঞ্চল্যকর যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দাবি করা হয়েছে, সাংবাদিক, রাজনৈতিক নেতা সহ অনেকের ফোনে আড়ি পেতেছে কেন্দ্র। তবে সংসদ ভবনেই সে অভিযোগ পুরোপুরি খারিজ করে দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnav)। একই সঙ্গে এটাও জানিয়ে দিলেন লোকসভা অধিবেশনের ঠিক আগের দিন এমন একটি রিপোর্ট প্রকাশ্যে আসা মোটেই কাকতালীয় বিষয় নয়।

সোমবার সংসদ অধিবেশনে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ইস্যুতে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘বাদল অধিবেশনের ঠিক আগের দিনই এই রিপোর্ট প্রকাশ পাওয়ার বিষয়টি মোটেই কাকতালীয় নয়।’ পাশাপাশি তিনি এদিন মনে করিয়ে দেন, আগে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও নজরদারির অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছিল। মন্ত্রী আরো বলেন, ‘যে অভিযোগ তোলা হয়েছে তা অত্যন্ত স্পর্শকাতর অভিযোগ। একের পর এক ভয়ঙ্কর অভিযোগ রয়েছে এতে। কিন্তু এই ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই।’

আরও পড়ুন:হ্যাক হয়েছিল অভিষেকের ফোন, তালিকায় ছিলেন পিকেও: বিস্ফোরক দাবি ‘দ্য ওয়্যার’-এর

উল্লেখ্য, সম্প্রতি ‘দ্য ওয়ার’-এর তরফে এক প্রতিবেদন প্রকাশ্যে আনা হয়। যেখানে বলা হয়েছে শিল্পপতি, ব্যবসায়ী, সরকারি আমলা, বিজ্ঞানীসহ দেশের প্রায় ৩০০ জনের ফোনে আড়িপাতা হচ্ছে। প্রতিবেদনে আরও জানানো হয় বেশিরভাগ ফোন ট্যাপ করা হয়েছে ২০১৮-১৯ সালের মধ্যে। ২০১৯ সালের লোকসভা ভোট পর্যন্ত এই ফোনে আড়ি পাতা চলছিল। শুধু তাই নয় দুজন কেন্দ্রীয় মন্ত্রীর ফোনে আড়িপাতা হয় বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসার পরে দিন সংসদে কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো সরব হয়ে ওঠেন বিরোধী দলের সাংসদরা।

 

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...
Exit mobile version