Wednesday, August 27, 2025

অধিবেশনের ঠিক আগে পেগাসাস রিপোর্ট প্রকাশ্যে আসা কাকতালীয় নয়: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

Date:

ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে(Pegasus) হাতিয়ার করে দেশবাসীর ফোনে আঁড়ি পাতছে কেন্দ্র। লোকসভার(parliament) বাদল অধিবেশন(monsoon session) শুরুর দিন এই ইস্যুকে হাতিয়ার করে সংসদে সরব হয়ে উঠেছেন বিরোধীরা। চাঞ্চল্যকর যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দাবি করা হয়েছে, সাংবাদিক, রাজনৈতিক নেতা সহ অনেকের ফোনে আড়ি পেতেছে কেন্দ্র। তবে সংসদ ভবনেই সে অভিযোগ পুরোপুরি খারিজ করে দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnav)। একই সঙ্গে এটাও জানিয়ে দিলেন লোকসভা অধিবেশনের ঠিক আগের দিন এমন একটি রিপোর্ট প্রকাশ্যে আসা মোটেই কাকতালীয় বিষয় নয়।

সোমবার সংসদ অধিবেশনে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ইস্যুতে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘বাদল অধিবেশনের ঠিক আগের দিনই এই রিপোর্ট প্রকাশ পাওয়ার বিষয়টি মোটেই কাকতালীয় নয়।’ পাশাপাশি তিনি এদিন মনে করিয়ে দেন, আগে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও নজরদারির অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছিল। মন্ত্রী আরো বলেন, ‘যে অভিযোগ তোলা হয়েছে তা অত্যন্ত স্পর্শকাতর অভিযোগ। একের পর এক ভয়ঙ্কর অভিযোগ রয়েছে এতে। কিন্তু এই ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই।’

আরও পড়ুন:হ্যাক হয়েছিল অভিষেকের ফোন, তালিকায় ছিলেন পিকেও: বিস্ফোরক দাবি ‘দ্য ওয়্যার’-এর

উল্লেখ্য, সম্প্রতি ‘দ্য ওয়ার’-এর তরফে এক প্রতিবেদন প্রকাশ্যে আনা হয়। যেখানে বলা হয়েছে শিল্পপতি, ব্যবসায়ী, সরকারি আমলা, বিজ্ঞানীসহ দেশের প্রায় ৩০০ জনের ফোনে আড়িপাতা হচ্ছে। প্রতিবেদনে আরও জানানো হয় বেশিরভাগ ফোন ট্যাপ করা হয়েছে ২০১৮-১৯ সালের মধ্যে। ২০১৯ সালের লোকসভা ভোট পর্যন্ত এই ফোনে আড়ি পাতা চলছিল। শুধু তাই নয় দুজন কেন্দ্রীয় মন্ত্রীর ফোনে আড়িপাতা হয় বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসার পরে দিন সংসদে কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো সরব হয়ে ওঠেন বিরোধী দলের সাংসদরা।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version