Friday, August 22, 2025

পরিচয়পর্বে বাধা: ক্ষুব্ধ মোদি বললেন, ‘দলিত- মহিলা মন্ত্রী অনেকের সহ্য হচ্ছে না’

Date:

সংসদ অধিবেশনের শুরুতেই দুই কক্ষের প্রবল বিরোধিতার মুখে পড়তে হলো কেন্দ্রীয় সরকারকে(central government)। সোমবার লোকসভাতে তো বটেই রাজ্যসভাতেও প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi) যখন নতুন মন্ত্রীদের পরিচয় করিয়ে দিচ্ছেন তখন প্রবল হট্টগোল করতে থাকেন বিরোধীরা(opposition)। এহেন পরিস্থিতিতে চরম বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী বললেন, দেশের মহিলা পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি এবং কৃষকের সন্তানরা মন্ত্রী হয়েছেন এটা অনেকেই সহ্য করতে পারছেন না। আর সেই কারণেই নতুন মন্ত্রীদের পরিচয় পর্বে বাধা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:রাতারাতি কোটি টাকার মালিক হলেন রিকশাচালক

কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণের পর সোমবার লোকসভায় অধিবেশনের শুরুতে সদ্য মন্ত্রীদের পরিচয় করাতে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তখনই প্রবল হই হট্টগোল শুরু করে বিরোধিতা। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে বাধ্য হয়েই থামতে হয় প্রধানমন্ত্রীকে এরপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে বিরোধীদের উদ্দেশ্য করে তোপ দাগেন প্রধানমন্ত্রী। কড়া সুরে বলেন, “আমার ইচ্ছে ছিল মন্ত্রিসভার নতুন সদস্যদের সভায় পরিচয় করিয়ে দেব। আমি ভেবেছিলাম দলিত, আদিবাসী মহিলা, অনগ্রসর (ওবিসি) এবং কৃষক ও গ্রামীণ পরিবারের সন্তানেরা মন্ত্রিসভায় স্থান পাওয়া খুবই আনন্দের বিষয়। কিন্তু দেখছি অনেকেই খুশি নন। সমাজের এই শ্রেণির প্রতিনিধিদের মন্ত্রী হওয়া তাঁরা মেনে নিতে পারছেন না।” প্রসঙ্গত, লোকসভার পাশাপাশি এদিন রাজ্যসভাতেও একই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নতুন মন্ত্রীদের পরিচয় করানোর চেষ্টা করতেই বিক্ষোভ শুরু করে দেন বিরোধী দলের নেতারা।

 

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version