বাংলা দলে মন্ত্রী মনোজ তিওয়ারি

সিএবি( cab) বাংলার সিনিয়র দলে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। সোমবার সন্ধ্যায় সিএবি বাংলার সিনিয়র দলের জন্য যে ৩৯ জনকে বেছে নিয়েছে তার মধ্যে রয়েছে তিনি। অনেকেই মনে করেছিলেন যে, রাজনীতিতে আসার পর বাইশ গজকে হয়তো নীরবেই বিদায় জানিয়ে দিয়েছেন মনোজ। কিন্তু সোমবার এক প্রকার সকলকে চমকে দিলেন মন্ত্রী মশাই!

৩৯ জনের দল ঘোষণার পর নিজের লক্ষ্যও জানিয়ে দিলেন মনোজ। এদিন এক সাক্ষাৎকারে তিনি বলেন,” ক্রিকেট থেকেই তো যাবতীয় সম্মান পেয়েছি। ক্রিকেটকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া রঞ্জি ট্রফি জেতার স্বপ্ন এখনও পূরণ হয়নি। ২০১৯-২০ মরশুমে খুব কাছে গিয়েও ট্রফি হাতছাড়া হয়েছিল। তাই ফের একবার চেষ্টা করে দেখতে চাই। তবে শুধু রঞ্জি ট্রফি নয়, বিজয় হজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভাল ফল করতে হবে।”

ক্রিকেটই তাঁর প্রথম ভালোবাসা ফের একবার প্রমাণিত করলেন মনোজ। ফলে কোনওভাবে ক্রিকেট মাঠ থেকে দুরে থাকতে পারবেন না সে কথা যেন জানিয়ে দিলেন তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস