Tuesday, November 4, 2025

জুট শিল্পে ট্রেনিং ও ব্যাপক চাকরি, মন্ত্রী বেচারামের প্রতিশ্রুতি

Date:

রাজ্যের শ্রমমন্ত্রী (Labour Minister) বেচারাম মান্না (Bechara Manna) জুট ইন্ডাস্ট্রির (Jute Industry) একটি ওয়ার্কশপে গিয়ে ট্রেনিং ও ব্যাপক চাকরির প্রতিশ্রুতি দেন। সম্প্রতি, রাজ্য শ্রম দফতরের পক্ষ থেকে একটি কারিগরি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। জুট ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক ঘাটতি মেটানোর একটি পুরনো প্রকল্পকে রাজ্যে চাঙ্গা করার কারণেই এই ওয়ার্কশপ ও আলোচনা।

যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের বিভিন্ন আধিকারিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ। এই আলোচনায় মন্ত্রী বেচারাম মান্না বলেন, “বলেন দিনদিন শ্রমিক সংখ্যা কমে আসছে। এই ঘাটতি আমাদের মেটাতে হবে উপযুক্ত ট্রেনিং-এর ব্যবস্থা করতে হবে। তার জন্য আমরা যথোপযুক্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা দেখছি, অন্যান্য শিল্পের সঙ্গে পাল্লা দিয়ে জুট শিল্পেও যুবকরা নির্দিষ্ট ট্রেনিং নিয়ে খাদ্যদ্রব্যের প্যাকেজিং-এ জুট শিল্পের উন্নয়ন ঘটাবে। আমরা সদাসর্বদা সেদিকে লক্ষ্য রেখেছি এবং প্রশিক্ষণ চলাকালীন যুবকদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা করব।

উপস্থিত প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে শ্রমমন্ত্রী বলেন, “এ ব্যাপারে ইউনিয়ান নেতানেত্রীদের সঙ্গে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের সবরকম বাধা অতিক্রম করে জুট ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে পাঁচ লক্ষ থেকে সাড়ে ছয় লক্ষ কর্মী যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। আমরা নতুন করে লক্ষাধিক যুবকের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জুট ইন্ডাস্ট্রিতে নিয়োগের ব্যবস্থা অতি সত্বর করব।”

 

Related articles

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...
Exit mobile version