Saturday, August 23, 2025

শিল্পা কোথায়? শিল্পাও কি রাজের নীল ছবিতে অভিনয় করেছিলেন? চাঞ্চল্য বলিউডে

Date:

Share post:

যেদিন থেকে বাড়িতে এসে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা রাজ কুন্দ্রাকে (Raj Kundra auto washing machine) ধরে নিয়ে গেছে তার পর মুহূর্ত থেকেই শিল্পা শেট্টির (Bollywood actress Shilpa Shetty) কোনও খোঁজ নেই। সম্প্রতি শিল্পা একটি নাচের রিয়েলিটি(judge of a dance reality show) শোয়ের বিচারকের কাজ করছিলেন। কিন্তু জানা গিয়েছে তিনি সেখানেও যাচ্ছেন না। ওই প্রোডাকশন হাউসও এ ব্যাপারে একটি কথাও বলতে রাজি নয়। কিন্তু এখন প্রশ্ন হলো শিল্পা কোথায়? তবে এরই পাশাপাশি বলিউডে(Bollywood) নতুন একটি চাঞ্চল্যকর প্রশ্ন ছড়িয়েছে। সেটি হল বেশ কয়েকটি সূত্র দাবি করছে যে শিল্পাও নাকি স্বামী রাজ কুন্দ্রার নীল ছবি (blue film) ছবিতে কাজ করেছিলেন। যদিও এই প্রশ্নের সত্যতা নিয়ে এখনো কোনো নির্ভরযোগ্য উত্তর মেলেনি। তবে গোটা ব্যাপারটি নিয়ে রাজ মুখে কুলুপ এঁটেছেন। আর ভুল করেও এ নিয়ে একটি শব্দও খরচ করেনি শিল্পা নিজেও। স্বামীর এই জগতের ব্যবসা সম্পর্কে শিল্পা স্ত্রী হিসেবে নিজে কতটা (pornography) ওয়াকিবহাল ছিলেন? তিনি কতটা স্বামীকে সঙ্গ দিয়েছেন সেসব নিয়েও কোনোও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।

তবে রাজ কুন্দ্রার পারিবারিক সূত্রে কিছু তথ্য মিলেছে। ছোট থেকে দারিদ্র্যের সঙ্গে ঘর করা রাজ দারিদ্র্যকে ঘৃণা করতেন। সব সময় চাইতেন খুব অল্প দিনে কি করে কোটিপতি হওয়া যায়। রাজ কুন্দ্রা সোমবার গ্রেফতার হওয়ার পরে তাঁর অসংখ্য ব্যাঙ্ক অ্যাকাঊন্ট ঘেঁটে কোটি কোটি টাকা উদ্ধার করেছে মুম্বইয়ের অপরাধ দমন শাখা। দেশে-বিদেশে নামে-বেনামে রাজের ঠিক কত কোটি টাকার সম্পত্তি আছে তার খোঁজ নিতে তৎপর মুম্বই পুলিশ। জানা গিয়েছে ২০১৩ সালে ফিল্ম ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা নিজেই বলেছিলেন, ৪৫ বছর আগে তাঁর বাবা লন্ডনে চলে আসেন। সেখানে বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করতে বাধ্য হয়েছিলেন তিনি। রাজের মা ছিলেন কারখানার কর্মী। রাজের যখন ১৮ বছর বয়স তখনই কলেজ ছেড়ে দেন তিনি।

তবে সৎপথের তুলনায অসৎ পথে রোজগার ই রাজের বরাবরের নেশা। তাই আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল রাজের বিরুদ্ধে। ক্ষতিপূরণ দিতে হয়েছিল কয়েক কোটি টাকা। এবার এই অ্যাডাল্ট ছবি তৈরি নিয়ে বিতর্ক। পর্ণ ব্যবসায় আয় খুব বেশি। খুব সহজেই পৌঁছনো যায় উন্নতির শিখরে।তাই কি ‘ গরিবিকে ‘ ঘৃণা করা রাজ বেছে নিয়েছিলেন এই শর্টকাট উপায়?

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...