Saturday, November 29, 2025

পাথর দিয়ে মাথা থেঁতলে যুবককে খুনের চেষ্টা, কলকাতায় আবার স্টোনম্যান?

Date:

কলকাতায় ফের স্টোনম্যান আতঙ্ক! এবার স্টোনম্যানকাণ্ডের ছায়া পড়ল জোড়াবাগান থানা এলাকার বি কে পাল অ্যাভিনিউয়ে। খাস কলকাতায় রাতের অন্ধকারে থেঁতলে দেওয়া হল যুবকের মাথা। গুরুতর আহত যুবক ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

উত্তর কলকাতার বি কে পাল অ্যাভিনিউ। সেখানে রাস্তার ধারে খাটিয়ায় ঘুমোতেন জগৎপ্রকাশ নামে ওই যুবক। জগৎপ্রকাশ পেশায় হোটেল কর্মী। ছেলের কাছ থেকে সামান্য দূরে তাঁর বাবাও শুয়ে ছিলেন। পুলিশ সূত্রে খবর, আচমকাই অজ্ঞাতপরিচয় আততায়ী তাঁর মাথায় ও মুখে ভারী কিছু দিয়ে আঘাত করে। যুবকের আর্তনাদ শুনে ছুটে এসে প্রতিবশীরা দেখেন, তাঁর মুখ ও মাথা রক্তাক্ত। স্থানীয়রাই খবর দেন জোড়াবাগান থানায়। পুলিশ ওই যুবককে উদ্ধার করে প্রথমে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে জোড়াবাগান থানার পুলিশ। এলাকা ঘিরে রেখে চলছে জিজ্ঞাসাবাদ। কে কী উদ্দেশে এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। জগতের সঙ্গে কারওর ব্যক্তিগত শত্রুতা রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনা উস্কে দিয়েছে স্টোনম্যানকাণ্ডের স্মৃতি।  ১৯৮৯ সালে কলকাতার বিভিন্ন ফুটপাথে ১৩ জন গৃহহীন ব্যক্তি স্টোনম্যানের শিকার হন। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাঁদের।

আরও পড়ুন- কেন্দ্রের স্বৈরাচারী শাসক হটানোর ডাক: একুশের সভা সেরে রাতেই দিল্লি গেলেন অভিষেক

 

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...
Exit mobile version