Wednesday, August 20, 2025

শীতলকুচিকাণ্ডে ফের ভবানী ভবনে তলব কোচবিহারের প্রাক্তন এসপি দেবাশিস ধরকে

Date:

শীতলকুচিকাণ্ডে ফের ভবানী ভবনে তলব করা হল কোচবিহারের (Coochbehar) প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে (Dabashish Dhar)। ঘটনার দিন সম্পর্কে তার কাছে বিস্তারিত জানতে চাওয়া হবে এই বলে সূত্রের খবর। কেন গুলি চলেছিল, কী হয়েছিল, গুলি কীভাবে ঘরের ভিতরে ব্ল্যাকবোর্ডে লাগে, কোথা থেকে গুলি চালানো হয়- এসবই জানতে চাওয়া হবে বলে সিআইডি (Cid) সূত্রে খবর।

তিনি কার কাছ থেকে গোলমালের খবর পান, কাদের সে কথা জানিয়েছিলেন, কোন নির্দেশ দেওয়া হয়েছিল কিনা, নির্দেশ দেওয়া হলে তা কোথা থেকে এসেছিল, তিনি কী ব্যবস্থা নিয়েছিলেন – দেবাশিস ধরের কাছে সেসব বিষয়ও জানতে চাওয়া হবে বলে সিআইডি সূত্রে খবর।

এর আগে ডিআইজি (Dig) জলপাইগুড়ি (Jalpaiguri) রেঞ্জ ই আনাপ্পাকে (E Anappa) শীতলকুচিকাণ্ডে জিজ্ঞাসাবাদ করে সিআইডি (Cid)। মঙ্গলবার, জলপাইগুড়িতে যায় সিআইডি টিম। ঘটনার দিন ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ গিয়েছিলেন শীতলকুচির ঘটনাস্থলে। সেই বিষয়ই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।

১০ এপ্রিল ভোটগ্রহণ চলার সময় শীতলকুচি (Shitalkuchi) ১২৬ নম্বর বুথে গুলি চলে। তারপর ঘটনাস্থলে যান ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ ই আনাপ্পা। সিআইডি সূত্রে খবর, ঘটনার দিন তাঁর কী ভূমিকা ছিল, তিনি গিয়ে কী দেখেছিলেন, কী পদক্ষেপ করেছিলেন, কাদের ঘটনার কথা জানান, কোন কোন অফিসারের সঙ্গে কথা হয়েছিল, ঘটনার পর কী অ্যাকশন নিয়েছিলেন ইত্যাদি প্রশ্ন করা হয়। প্রায় ৫ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। এর আগেও তৎকালীন কোচবিহারে এসপি দেবাশিস ধরকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করা হয়।

আরও পড়ুন:জঙ্গি মোকাবিলায় তৈরি অস্ত্র মোদি ব্যবহার করেছেন দেশবাসীর বিরুদ্ধে: পেগাসাস ইস্যুতে রাহুল

 

Related articles

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version