Sunday, November 9, 2025

মমতা বন্দ্যোপাধ্যায়কেই সংসদীয় দলের চেয়ারপার্সন চান তৃণমূল সাংসদরা। এই মর্মে দল প্রস্তাব নিয়েছে। নেত্রীকে সেই অনুরোধ পাঠানোও হয়েছে। এর মধ্যে দিয়ে আবারও বার্তা গেল গোটা দেশের কাছে, জাতীয় রাজনীতিতে অবিজেপি বিকল্পের ভরকেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদধ্বনি স্পষ্ট।
বৃহস্পতিবার সংসদীয় দলের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল এই মর্মে। শুক্রবার তা সামনে আনে দল। সাংবাদিক বৈঠক করেন সুখেন্দুশেখর রায় ও ডেরেক ওব্রায়েন। জানিয়ে দেন সংসদীয় দলের সিদ্ধান্ত।
সাংবাদিকদের কারুর কারুর প্রশ্ন ছিল, নেত্রী তো এখন বাংলার মুখ্যমন্ত্রী। তাহলে সংসদীয় দলের চেয়ারপার্সন কেন?
সুখেন্দু এবং ডেরেক বলেন,” মমতা বন্দ্যোপাধ্যায় সাত বারের সাংসদ। চারবার কেন্দ্রীয় মন্ত্রী। তার মধ্যে দুবার রেলমন্ত্রী। তিনবার মুখ্যমন্ত্রী। জাতীয় রাজনীতিতে বিপুল অভিজ্ঞতা। সবাই পছন্দ করেন। সম্মান করেন। তিনি চেয়ারপার্সন থাকলে তাঁর অভিভাবকত্বে সংসদীয় দল আরো ভালোভাবে চলবে। সেই কারণেই সাংসদরা সবাই নেত্রীকেই সংসদীয় দলের চেয়ারপার্সন পদে চান।”
বস্তুত তৃণমূল সাংসদদের এই অভিনব সিদ্ধান্তে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদধ্বনি আরও তীব্রতর হল। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি আসছেন 26 জুলাই। তার আগে এই সিদ্ধান্তে বোঝা গেল অবিজেপি জোটের সমীকরণে তৃণমূল যথেষ্ট কোমর বেঁধে নামছে। নেত্রীর সঙ্গে দিল্লিতে কথা হবে বিভিন্ন দলের শীর্ষনেতৃত্বের সঙ্গে। এর ফাঁকে বাংলার সরকারি কিছু দরকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথাও রয়েছে।

Related articles

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...
Exit mobile version