Friday, August 22, 2025

অধিকারীদের মৌরসীপাট্টা ঘুচছে, কন্টাই সমবায় ব্যাঙ্কে শুভেন্দুর বিরুদ্ধে অনাস্থা

Date:

কাঁথির ‘শান্তিকুঞ্জ’তে এখন অশান্তির হাওয়া। বাড়ির কর্তা হারাতে পারেন তাঁর সাংসদ পদ। বাড়ির এক ছেলে হারিয়েছেন পুর প্রশাসক পদ। আর এক পুত্রর ২০২৪-এর পর সাংসদ পদ হারানো শুধু সময়ের অপেক্ষা। আর পরিবারের ‘রত্ন’ শুভেন্দু অধিকারী রাজ্যের তিন দফতরের মন্ত্রী, দলের সর্বোচ্চ কমিটি, HDA ও HRBC-র চেয়ারম্যান পদ হারিয়ে এখন শুধুই বিরোধী দলনেতা। আর এবার শুভেন্দুর হাত থেকে একে একে সমবায় ব্যাঙ্কগুলির চেয়ারম্যান পদগুলিও হাতছাড়া হচ্ছে। কোথাও শুভেন্দু নিজেই ব্যাঙ্কের চেয়ারম্যান, কোথাও ইউনিয়ানের চেয়ারম্যান, আবার কোথাও বসে নিজের পেটোয়া লোক। এবার সেসব মৌরসীপাট্টা শেষ হতে চলেছে একে একে৷
কন্টাই সমবায় ব্যাঙ্ক, যাকে কেন্দ্র করে বহু অভিযোগ, সেই ব্যাঙ্কের ইউনিয়ন সভাপতির পদ হারাতে চলেছেন শিশির-পুত্র। তৃণমূল কংগ্রেসে থাকার সময় এই পদগুলিতে একটার পর একটায় থাকলেও বিজেপিতে এসে নৈতিকতা দেখিয়ে পদগুলি ছাড়েননি। ইতিমধ্যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে কন্টাই সমবায় ব্যাঙ্কে। ১৪জন ডিরেক্টরেটের মধ্যে ১১জন অনাস্থায় স্বাক্ষর করেছেন। জমা পড়েছে ইউনিয়ন সভাপতি হরিসাধন দাস অধিকারীর কাছে। ২ অগাস্ট ইউনিয়ন বৈঠক। সব ঠিক থাকলে সেই বৈঠকেই কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ ও বিতর্কিত ব্যাঙ্কের ইউনিয়ন সভাপতির পদ হারাতে চলেছেন শুভেন্দু।
অধিকারী গড়ের মিথ কার্যত ধুলোয় মিশতে চলেছে। প্রমাণিত, সব উত্থানই আসলে তৃণমূল কংগ্রেসের দৌলিতে। খাস তালুকে একুশের ভোটের ফলও অধিকারীদের কাছে লজ্জাজনক। কাঁথি ছাড়া কোথাও অধিকারীরা জিততে পারেনি। জেলার বাকি যে ৫টি আসন বিজেপি পেয়েছে সেখানে অধিকারীদের কোনও ভূমিকা নেই। জেলার বাম ভোট গিয়েছে বিজেপিতে, সঙ্গে বিজেপির ভোট। ফলে শান্তিকুঞ্জে প্রশ্ন উঠেছে, তাহলে কেন দল বদলে বিজেপিতে যাওয়া? সব হারিয়ে কী এবার জেলযাত্রা? প্রাক্তন দেহরক্ষী শুভঙ্কর চক্রবর্তীর রহস্য মৃত্যুর তদন্ত যেদিকে এগোচ্ছে, তাতে অনেক বিরোধী নেতাই তেমন অনুমান করছেন।

Related articles

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...
Exit mobile version