অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

অবৈধভাবে মোটা টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে লোক ঢোকানোর অভিযোগে গ্রেফতার হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা (BJP Leader) নিমাই রায়। বিজেপি নেতা সহ ৫ জন বাংলাদেশিকেও গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হেমনগর থানার শামসেরনগরের কমলাখালি এলাকায়।

বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, টাকার বিনিময়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে মানুষ পারাপার করাতেন তিনি। শনিবার ভোররাতে নৌকো করে বাংলাদেশীদের নিয়ে কালিন্দী নদী পার হয়ে শামসেরনগরের কমলাখালিতে আসেন তিনি। এতজন মানুষকে একসঙ্গে এত ভোরে দেখে সন্দেহ হয় গ্র্রামবাসীদের। তারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়।  এরপর পুলিশ এসে ওই পাঁচ বাংলাদেশির সঙ্গে বিজেপি নেতা নিমাই রায়কেও গ্রেফতার করে। ধৃত ৫ বাংলাদেশি সহ ওই বিজেপি নেতাকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃত বিজেপি নেতা নিমাই শুধুই পাচারচক্রের সঙ্গে জড়িত নাকি অন্য কোনও উদ্দেশ্য আছে তা পুলিশ তদন্ত করে দেখছে।

আরও পড়ুন- দিল্লি আনলক: ১০০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস- মেট্রো