বেআইনি ভাবে ভারতে ঢুকে পুলিশের জালে ১৫ রোহিঙ্গা। অসমের করিমগঞ্জ জেলায় আটক করা হয় এই ১৫ রোহিঙ্গাকে। উত্তরপ্রদেশের আলিগগড় থেকে এরা এসেছিল।
রেল স্টেশনে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখা যায় এই ১৫ রোহিঙ্গাকে। সেই সময় রেল পুলিশ তাদের গ্রেফতার করে। এরপর সব রোহিঙ্গাকে তুলে দেওয়া হয় স্থানীয় পুলিশের হাতে।
জানা গিয়েছে, বেআইনি ভাবে ভারতে ঢুকে গত এক দশক ধরে ভারতে বসবাস করছিল এই ১৫ রোহিঙ্গা। হঠাৎ করে তারা উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরায় কেন যাচ্ছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে আরপিএফ-এর সাব ইনস্পেক্টর বিনোদ কুমার রায় জানিয়েছেন, এই ১৫ রোহিঙ্গার মধ্যে ছ’ শিশু আছে , ছ’জন পুরুষ এবং তিনজন মহিলা।
জানা গিয়েছে, গত ২২ জুলাই বদরপুরে আসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে। সেখানে এক লজে তারা দু’দিন কাটায়। এরপর শনিবার সকালে আগরতলার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাদের। সেই সময়ই আটক করা হয় তাদের।
তাদের কাছে থাকা নথি থেকে জানা যায় যে তারা মায়ানমারের নাগরিক। ভারতীয় নথি না থাকায় তারা টিকিট কাটতে পারেনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই রোহিঙ্গারা ২০১২ সালে ভারতে ঢোকে। পশ্চিমবঙ্গে বহুদিন থাকার পর কাজের খোঁজে উত্তরপ্রদেশের আলিগড়ে পাড়ি দেয় তারা। সেখানে নির্মাণ কাজের মাধ্যমে দিন কাটাচ্ছিল তারা। মাঝে একবার শিলিগুড়ি গেলে সেখানে কাজ পায়নি তারা। এই পরিস্থিতিতে ত্রিপুরা যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা।
