Tuesday, November 11, 2025

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কর্ণাটক, বন্যা-ভূমিধসে গৃহহীন ৩১ হাজার মানুষ

Date:

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত কর্ণাটক (karnataka)। মহারাষ্ট্রের পাশাপাশি প্রবল বর্ষণ হচ্ছে কর্ণাটকেও। একটানা বৃষ্টিতে পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর ও জটিল হয়ে উঠছে। বিশেষত উপকূল সংলগ্ন এলাকায়। সেখানে বৃষ্টির জলের তোড়ে ধস নেমেছে। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে কর্ণাটকে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট এলাকার ডেপুটি কমিশনারদের সঙ্গে কথা বলেছেন। রবিবার তিনি নিজে যাবেন বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে।

 

এদিকে , নিচু এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩১ হাজারের বেশি মানুষকে। ২২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। প্রস্তত রয়েছে ২৩৭টি ত্রাণ শিবির।

কর্ণাটকের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, ২৮৩টি গ্রামের প্রায় ৩৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। সাতটি জায়গায় ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত ২৬০০ বাড়ি। ৫৮ হাজার হেক্টর চাষের জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫৫৫ কিলোমিটার রাস্তা বন্যায় প্লাবিত। ৩৫০০টি ইলেকট্রিক পোস্ট পড়ে গিয়ে প্রায় গোটা রাজ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছে

উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সাতটি টিম ও বিপর্যয় রাজ্য মোকাবিলা দফতরের ১৫টি টিম। নৌবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারকাজে। গ্রাম পঞ্চায়েতগুলিকেও উদ্ধারকাজে নিযুক্ত করা হয়েছে। কর্ণাটক সরকার ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version