Thursday, August 28, 2025

নজরদারি পাকিস্তানিদের উপর করলে পুলওয়ামা ঘটত না, মোদি-শাহকে তোপ তোগাড়িয়ার

Date:

নিরাপত্তাহীনতায় ভুগছে কেন্দ্রীয় সরকার(Central government)। যার জেরে ভারতীয়দের ওপর ইজরায়েলি সফটওয়্যার পেগাসাস(Pegasus) ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। সম্প্রতি এমনই অভিযোগ তুলে সরব হয়ে উঠেছে দেশের সকল বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার সেই পথে হেঁটে মোদি সরকারের তীব্র সমালোচনা করতে দেখা গেল বিশ্ব হিন্দু পরিষদের(Vishva Hindu Parishad) প্রাক্তন প্রধান প্রবীণ তোগাড়িয়াকে(pravin togadia)। মোদি- শাহের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি জানালেন, ভারতীয়দের পরিবর্তে পাকিস্তানের ওপর নজরদারি করলে পুলওয়ামার(pulwama) মতো ঘটনা ঘটতো না।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পেগাসাস ইস্যুতে কেন্দ্র সরকারকে তুলোধোনা করে প্রবীণ তোগাড়িয়া বলেন, “যারা ক্ষমতায় না থাকার সময় আমাকে খুব প্রিয় ভাবতেন আজ আমি আর তাদের কাছে প্রিয় নই। কিন্তু মনে হয় আমার আওয়াজ তাদের খুবই প্রিয়। তাই রাতের বেলায় চুপি চুপি পেগাসাস দিয়ে আমার কথা শোনেন।” এরপরই রীতিমতো তোপ দেগে তিনি বলেন, “আমাদের মত দেশ ভক্তের বদলে যদি পাক এজেন্টদের কথা শুনতেন তাহলে হয়তো পুলওয়ামার মতো ঘটনা ঘটতো না। নরেন্দ্র মোদী, অমিত শাহের সঙ্গে আমার ফোনের কথোপকথন যদি হিসেব করেন তাহলে তা হাজার ঘণ্টারও বেশি। যাদের সঙ্গে আমার এত কথা হয়েছে তারা এখন চুরি করে আমার ফোনের কথোপকথন শুনছে এটা আমার ভাবনার বাইরে।”

আরও পড়ুন:স্বাধীনতা দিবসের দিন ফের একবার ট্র্যাক্টর র‍্যালির ডাক কৃষকদের

শুধু তাই নয়, পেগাসাস নিয়ে তদন্তের দাবি জানিয়ে তিনি আরও বলেন, “NSO কোম্পানি বলেছে তারা সরকার ছাড়া কাউকে সফটওয়্যার বিক্রি করে না। সরকারকে তদন্ত করাতে হবে কোন সংস্থা এটিকে কিনেছে, কারা টাকা দিয়েছে। সরকার ছাড়া কেউ তো এটা কিনতে পারে না। আমাদের ভয় পাকিস্তানি এজেন্টদের নিয়ে। কখনোই কোন দেশভক্ত ভারতীয় সাংবাদিক, রাজনীতিবিদ বা প্রবীণ তোগাড়িয়াকে নিয়ে নয়।” ভারতীয়দের সমস্ত কথোপকথন পাক এজেন্টদের হাতে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন প্রবীণ তোগাড়িয়া।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version