Tuesday, August 26, 2025

ফের বাঙালির দুর্গম পর্বত শৃঙ্গজয়। এবার মাউন্ট ইউনাম (Mount Yunam)। করোনা (Corona) আবহেও এডভেঞ্চারের নেশা। এবার মাউন্ট ইউনাম জয় করলেন এভারেস্টজয়ী (Mount Everest) পর্বতারোহী মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)। এমন কৃতিত্বের পর শৃঙ্গ জয়ী পর্বতারোহীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা হাওড়ার পুর প্রশাসক অরূপ রায় (Arup Roy)। গত, ১৬ জুলাই থেকে শুরু হওয়া এই অভিযানে হিমাচল প্রদেশের এই শৃঙ্গ ছুঁলেন হাওড়ার রামরাজাতলার এভারেস্টজয়ী এই পর্বতারোহী ও তাঁর দশ সঙ্গী।

চলতি মাসের ১৬ তারিখ থেকে শুরু হওয়া এই অভিযানে হিমাচল প্রদেশের বিখ্যাত ইউনাম শৃঙ্গ জয় করেন রামরাজাতলার এভারেস্টজয়ী পর্বতারোহী মলয় মুখোপাধ্যায়। এমন সাফল্যের পর তিনি বলেন, “করোনা পরিস্থিতিতে সমস্ত বিধি-নিয়ম মেনে জুনিয়রদের সঙ্গে নিয়ে শৃঙ্গজয় মোটেই সহজ কাজ ছিল না। কিন্তু সমস্ত আমরা সব প্রতিকূলতাকে দূরে সরিয়ে ৬১১১ মিটারের ইউনাম সফলভাবে জয় করতে পেরে খুশি। এই নিয়ে মোহনবাগান ও দেশের পতাকা হাতে এভারেস্ট সহ দেশ বিদেশের মোট ১৪টি শৃঙ্গ জয় করলাম।” প্রসঙ্গত, ২০১৬ সালের ২১ মে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন মলয় মুখোপাধ্যায়। একইসঙ্গে আরও ১৩টি শৃঙ্গ জয়ের শিরোপা রয়েছে তাঁর মাথায়।

এদিকে, হাওড়ার এই পর্বতারোহীর সাফল্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তাঁর কথায়, “হাওড়া শহরের বাসিন্দা হিসেবে মলয়ের এই সাফল্যে আমরা সকলে গর্বিত। পর্বতারোহণে ওঁর আরও সাফল্য কামনা করি। এর আগে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেও আমাদের হাওড়ার নাম উজ্জ্বল করেছিলেন মলয়।”

 

 

 

Related articles

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...
Exit mobile version