Monday, November 17, 2025

সীমান্ত সঙ্ঘর্ষ : বৈঠক করেও ব্যর্থ অমিত শাহ, দুই মুখ্যমন্ত্রীর লড়াই চলছে

Date:

দেশের দুই রাজ্যের সীমান্তের মানুষের মধ্যে বেনজির সঙ্ঘর্ষ। অসম-মিজোরাম সীমান্ত রণক্ষেত্র। মঙ্গলবার সকালেও চরম উত্তেজনা। ইতিমধ্যে সংঘর্ষে ৬জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে, আহত কম করে ৮০। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। গতকালের এই সঙ্ঘর্ষের সময় ইট-পাথর বৃষ্টি হয় দুপক্ষের মধ্যে, চলে গুলি, কৃষকদের বাড়িতে আগুন লাগানো হয়, পোড়ানো হয় সরকারি গাড়ি।

ঘটনার কয়েক ঘন্টা আগেই উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মেঘালয়ে বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোপন সে বৈঠকের পরেই এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা দেখছে রাজনৈতিকমহল। কারণ, ওই বৈঠকেই মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা স্পষ্ট ভাষায় সীমান্ত সমস্যা নিয়ে অমিত শাহকে রিপোর্ট করেছিলেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, বৃটিশ অপশাসনের দায়ভার বয়ে বেড়াচ্ছে দুই রাজ্য। যার ফলে অশান্তি বাড়ছে, উন্নয়ন বাধা পাচ্ছে। তারপরেও এই সংঘর্ষ কার্যত বিজেপি সরকারের ব্যর্থতাকেই সামনে এনে দিল।

বৈঠকে জোরামথাঙ্গা বলেন, কাছাড়ের যে এলাকাটি নিয়ে বিবাদ, সেই এলাকা মিজোরামের মানুষ ১০০ বছর ধরে ব্যবহার করছে। অসম সরকারকে এ ব্যাপারে সহনশীল হতে আর্জি জানান তিনি। পালটা অসম পুলিশের দাবি, পুরো ঘটনার পিছনে রয়েছে মিজোরামের গুণ্ডাবাহিনী। লীলাপুরে সরাসরি তারা অসম পুলিশের কর্মীদের উপর আক্রমণ চালায়। অসম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সংঘর্ষের একটি ভিডিও ট্যুইটারে শেয়ার করে অভিযোগ করেছেন, স্পষ্ট দেখা যাচ্ছে, মিজোরাম পুলিশ বিতর্কিত এলাকা থেকে অসম পুলিশকে সরে যেতে হুমকি দিচ্ছে। অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর উচিত এখনই বিষয়টিতে হস্তক্ষেপ করা। পালটা জোরামথাঙ্গা ভিডিও শেয়ার করে অভিযোগ করেছেন, অসম পুলিশের লাঠি চার্জ করেছে সাধারণ মানুষের উপর। এক দম্পতিকে যেভাবে মারা হয়েছে, সেই ছবির কথাও তিনি উল্লেখ করেছেন।

ফলে অভিযোগ, পাল্টা অভিযোগ তুলেছেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনের সঙ্গে কথা বললেও মঙ্গলবারেও উত্তেজনার পারদ তুঙ্গে।

আরও পড়ুন:ভুয়ো আইএএসের পর শহর থেকে গ্রেফতার ভুয়ো আইপিএস

 

Related articles

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...
Exit mobile version