Thursday, August 21, 2025

ব্যাঙ্ক জালিয়াতি ও প্রতারণার সঙ্গে যুক্ত ব্যবসায়ী বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটেন আদালত। সোমবার ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র নেতৃত্বাধীন ভারতীয় ব্যঙ্কগুলির করা মামলায় এই রায় দিল ব্রিটেন আদালত। এই রায়ের ফলে, ব্যাঙ্কের বিপুল পরিমাণ ঋণের বোঝায় জর্জরিত ব্যবসায়ী বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করার সুবিধা পেয়ে যাবে ভারতীয় ব্যাঙ্কগুলি।বিশ্বব্যাপী সেই সম্পত্তি দিয়েই ঋণের বোঝা মেটানো হবে।

এদিন ভার্চুয়াল শুনানিতে ব্রিটিশ উচ্চ আদালতের চ্যান্সেরি ডিভিশনের মুখ্য দেউলিয়া ও কোম্পানির এজলাসে বিচারক মাইকেল ব্রিগস ঘোষণা করেন, আমি বিজয় মাল্যকে দেউলিয়া ঘোষণা করছি। শুনানিতে বিজয় মাল্যকে দেউলিয়া ঘোষণা করে ব্যাঙ্কের পক্ষে রায় দেওয়ার জন্য জোরালো সওয়াল করেন ভারতীয় ব্যাঙ্কগুলির কনসর্টিয়ামের কৌঁসুলি টিএলটি এলএলপি ও ব্যারিস্টার মার্সিয়া শেখেরদেমিয়ান।

পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া বিশাল অঙ্কের টাকা ফেরত না দিয়ে বহুদিন যাবৎ ইংল্যান্ডের রয়েছেন। ব্রিটিশ আদালতে ভারতে প্রত্যর্পণের মামলাও চলছে। এদিনের শুনানিতে ব্যবসায়ীর আইনজীবী তাঁকে দেউলিয়া নির্দেশ স্থগিত রাখার আবেদন করেন। কিন্তু বিচারক সেই আবেদন খারিজ করে দেন। আদালতের তরফে বলা হয়েছে যে, মালিয়া সময় মতো ঋণ মেটাতে পারবেন, এমন প্রমাণ নেই। ভারতের স্টেট ব্যাঙ্ক সহ মোট ১৩টি ব্যাঙ্ক এই মামলা করেছিল। মালিয়ার ঋণের পরিমান ১০০ কোটির বেশি, আর সেই ঋণ মেটানো তাঁর পক্ষে সম্ভব নয়, তাই আদালত এই রায় দিয়েছে।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version