Sunday, August 24, 2025

সাধারণত্বে তিনি বরাবরই সবাইকে টেক্কা দিয়েছেন। সাতবারের সাংসদ, একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী হয়েও এখনও থাকেন কালীঘাটের অতি সাধারণ টালির চালের বাড়িতে। আর তারই ছোঁয়া পাওয়া গেল মঙ্গলবার বিকেলে রাজধানীর রাজপথে। এদিন দিল্লির রিমঝিম বৃষ্টিতে বাঁ হাতে ছাতা ধরে ডান হাতে মাইক নিয়ে জাতীয় সংবাদ মাধ্যমের সামনে সব প্রশ্নের উত্তর দিলেন সাবলীল ভঙ্গিতে। আর জাতীয় রাজনীতিতে একসুরে সবাই বলে উঠল মোদিকে মোক্ষম জবাব দিলেন মমতা।

কারণটা আর কিছুই নয়, বাদল অধিবেশন শুরুর দিন সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তখনও বৃষ্টি পড়ছিল রাজধানীতে। নিজের ছাতা নিজেই হাতে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন মোদি। সেই ছবি পোস্ট করে বিজেপির নেতারা বলতে শুরু করেন, প্রধানমন্ত্রী একেবারেই মাটির কাছাকাছি মানুষ। সেই কারণেই নিজের ছাতা নিজেই ধরতে পারেন। অথচ দেখা গেছিল জুতো যাতে না ভেজে সেই কারণে পায়ের নীচে সবুজ ম্যাট পাতা ছিল প্রধানমন্ত্রীর। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) হাতে ছিল নিতান্ত ব্যবহার করা একটি সাদামাটা ছাতা। দিল্লির (Delhi) সাউথ অ্যাভিনিউতে নিজের পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই স্বভাবসুলভ ভঙ্গিতে মমতা বলেন, “আপনারা ছাতা নিয়ে নিন। বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে”।

তাঁর এই ভূমিকা দেখে তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্য, “২০২৪-এ সারাদেশের মাথায় ছাতা ধরবেন মমতাদি। এটা তারই ট্রেলার”।

এদিন সঙ্গে দেখা করে কমলনাথ (Kamalnath) বলে দিয়েছেন বিজেপিকে হারানোর ক্ষমতা আছে মমতার। আর নিজেই ছাতা মাথায় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন সাদামাটা জীবনযাপনে তাঁকে টেক্কা দেওয়া মুশকিল।

আরও পড়ুন- বিজেপি যুবনেতা রাজুর “অস্বাভাবিক” মৃত্যু নিয়ে ঘনীভূত রহস্য, উঁকি দিচ্ছে কিছু প্রশ্ন

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version