১৮১, সাউথ অ্যাভিনিউ। মুকুল রায়ের ঠিকানা। তাঁর সাংসদ পদের মেয়াদ ফুরিয়েছে আগেই। সেই সময় তখন বিজেপিতে ছিলেন। তাই নিয়মমত বাড়ি রাখতে বর্তমান কোনো সাংসদের সুপারিশ দরকার হত। বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্তর নামে বাড়িটি নেওয়া ছিল। সেইমতই চলে আসছিল। বাড়ির সামনে ছিল মোদি, শাহের ছবি দেওয়া হোর্ডিং।