Tuesday, November 4, 2025

আশার আলো, ক্লাব লাইসেন্সিংয়ের জন‍্য কাগজ জমা দিল এসসি ইস্টবেঙ্গল

Date:

ক্লাব লাইসেন্সিংয়ের (AFC club licensing) প্রক্রিয়া শুরু করে দিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ক্লাব লাইসেন্সিং রিনিউ করতে মঙ্গলবার যাবতীয় কাগজপত্র বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট( sree cement ) জমা দিল ফেডারেশনের কাছে । প্রাথমিক নথি ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে লগ্নিকারী সংস্থার তরফে। বাকি নথি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। সেই সময়সীমার মধ্যেই পুরো বিষয়টি সম্পন্ন করে ফেলা হবে বলে জানানো হয়েছে । যার ফলে ক্লাব-ইনভেস্টর চুক্তি জটের মধ্যেও কিছুটা আশার আলো জ্বলে উঠল সমর্থকদের কাছে।

ইতিমধ্যেই ইনভেস্টোর কোম্পানির মূল চুক্তিপত্রে লাল-হলুদ কর্তারা সই না করায় সরগরম কলকাতা ময়দান। তবে এতকিছুর মধ‍্যেও ফুটবল খেলার প্রক্রিয়ায় কোনও খামতি রাখতে চায় না ইনভেস্টোর কোম্পানি। সেই জন্যই এই পদক্ষেপ নিলেন তারা। তবে ইতিমধ্যেই  ইনভেস্টোর কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ক্লাব মূল চুক্তিপত্রে সই না করলে বিনিয়োগও করতে রাজি নয় শ্রী সিমেন্ট। আর সেই সিদ্ধান্তে এখনও অনড় লগ্নিকারী সংস্থা।

আইএসএল খেলার জন্য প্রত্যেক বছরেই ক্লাব লাইসেন্সিংয়ের শর্তপূরণ করতে হয় টুর্নামেন্টে খেলা দলগুলোকে। আজই ছিল ক্লাব লাইসেন্সিংয়ের কাগজপত্র জমা দেওয়ার শেষ দিন। লগ্নিকারী সংস্থার কর্তারা আগেই জানিয়েছিলেন, ফুটবলের সঙ্গে তাদের কোনো যুদ্ধ নেই। মূল চুক্তিপত্রে ক্লাব সই করলে তবেই বিনিয়োগের পথে হাঁটবে ইনভেস্টর। শুরু হবে দলগঠন।

বিনিয়োগকারী সংস্থার এক কর্তা বলছিলেন, “মাঠে নামার রাস্তা তৈরি করে রাখা হল। পরে দুই পক্ষের মধ্যে মীমাংসা মিটলেও লাইসেন্সিং না থাকলে মাঠেই নামতে পারতাম না আমরা। ভবিষ্যতে যাতে সেরকম জটিলতায় না পড়তে হয় তাই লাইসেন্সিং চিঠি আসতেই উদ্যোগী হয়েছি আমরা।”

আরও পড়ুন:এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান

 

Related articles

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...

ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

উলুবেড়িয়ার পরে কান্দি (Kandi)। ফের SIR আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। নিজের বাড়ি এমনকী দেশ ছেড়ে চলে...
Exit mobile version