Sunday, November 9, 2025

ব্যাংক বন্ধ হলে এবার ৩ মাসের মধ্যে ৫ লক্ষ পর্যন্ত জমা টাকা ফেরত পাবেন গ্রাহক

Date:

কোনও কারণে ব্যাংক বন্ধ হয়ে গেলে ৯০ দিনের মধ্যে ৫ লক্ষ পর্যন্ত জমা টাকা ফেরত পেয়ে যাবেন গ্রাহক। কেন্দ্রীয় মন্ত্রিসভার(Central ministry) সিদ্ধান্তের পর বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman)।

কোনও কারণে ব্যাংকের(Bank) অর্থনৈতিক অবস্থা সন্দেহজনক হলে তার লেনদেন স্থগিত করে দেওয়া হয় রিজার্ভ ব্যাংকের(Reserve Bank) তরফে। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েন ব্যাংকের গ্রাহকরা। এই সমস্যা দূর করতে ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) অ্যাক্টে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন জানান, আরবিআই ব্যাঙ্কে ‘মোরাটোরিয়াম’ জারি করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে এই টাকা পাবেন গ্রাহকরা। তিনি আরো বলেন, “নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের ৯৮.৩ শতাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরোপুরিভাবে সুরক্ষিত হয়ে গেল।”

আরও পড়ুন:CPM-এর “দাদাগিরি” উপেক্ষা করে সর্বভারতীয় স্তরে তৃণমূলকে জোট বার্তা CPI-এর

উল্লেখ্য, প্রতারণার কারণে বা দেউলিয়া অবস্থার সৃষ্টি হলে ব্যাঙ্কের আমানতকারীদের যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য বুধবার DICGC একটা সীলমোহর দেয় সরকার। নতুন এই কর্পোরেশন আইনের ধারায় তিন মাসের মধ্যে ৫ লক্ষ টাকার বিমা পাবেন গ্রাহক। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্ক (PMC), লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক ও ইয়েস ব্যাঙ্কের মতো প্রতিষ্ঠান আর্থিক দুর্নীতির শিকার হয় যার জেরে এই ব্যাংক গুলিতে লেনদেন স্থগিত করে দেয় রিজার্ভ ব্যাংক। যাতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এই পরিস্থিতি সামাল দিতেই উদ্যোগ নিল সরকার।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version