Saturday, August 23, 2025

‘আত্মতুষ্টি হলে চলবে না’, সংক্রমণ রোধে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের

Date:

প্রতিনিয়তই ওঠানামা করছে কোভিড গ্রাফ। চারমাস পর গতকাল অনেকটাই নেমেছিল দেশের করোনা সংক্রমণ। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই একলাফে অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে তৃতীয় ঢেউয়ের প্রবণতা প্রকোপ হচ্ছে। এমতাবস্থায় ৩১ অগস্ট পর্যন্ত দেশজুড়ে করোনা সংক্রান্ত গাইডলাইনের মেয়াদ বাড়াল স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার কেন্দ্রের তরফে দেশের সমস্ত রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, করোনা বিধির ক্ষেত্রে যাতে কোনওরকম ছাড় না দেওয়া হয়।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষত যে সব রাজ্যে সংক্রমণের হার বেশি, সেখানে নজর রাখার কথা বলা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘আসন্ন উৎসবের মরশুমে সব নিয়ম মেনে চলতে হবে। সংক্রমণের সংখ্যা কমে যাওয়ায় অনেক রাজ্যই বিধিনিষেধ তুলে দিচ্ছে। কিন্তু সংখ্যা কমে যাওয়ায় আত্মতুষ্টি হলে চলবে না। মনে রাখতে হবে সার্বিকভাবে সংক্রমণের সংখ্যা এখনও অনেক বেশি। তাই বিধিনিষেধে ছাড় দেওয়ার কোনও প্রশ্নই নেই।’

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৫৪ জন। একইসঙ্গে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও একদিনেই মৃত্যু হয়েছে ৬৪০ জনের। অর্থাৎ একদিনেই ৪৭ শতাংশ সংক্রমণ বেড়েছে।

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version