Monday, November 10, 2025

সোনিয়ার সঙ্গে বৈঠক ইতিবাচক: বিজেপিকে হারাতে একজোট হওয়ার বার্তা মমতার

Date:

সোনিয়াজির সঙ্গে বৈঠক অত্যন্ত ইতিবাচক। বিজেপিকে হারাতে একজোট হতে হবে সবাইকে- মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) এবারের দিল্লি সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের দ্বিতীয়টির শেষে এই মন্তব্য করলেন তিনি। পূর্বনির্ধারিত সূচি মেনে বুধবার ঠিক বিকেল সাড়ে চারটে দশ জনপথে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে বৈঠক করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও (Rahul Gandhi)।

বৈঠক শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বৈঠক ইতিবাচক হয়েছে। সোনিয়া গান্ধীর সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিরোধী ঐক্য এবং ইদানিংকালে সবচেয়ে চর্চিত পেগাসাস ইস্যু নিয়েও আলোচনা হয় বলে জানান মমতা।

তৃণমূল সুপ্রিমো জানান, বিজেপিকে (Bjp) হারাতে সবাইকে এক হতে হবে। এখানেই সাংবাদিকরা প্রশ্ন করেন বিজেপি বিরোধী মুখ হিসেবে তাঁকেই কি দেখা যাবে? উত্তর মমতা বলেন, “আমি লিডার নই, ক্যাডার”।

মমতা প্রশ্ন তোলেন, সংসদে কেন পেগাসাস নিয়ে উত্তর দিচ্ছে না কেন্দ্রীয় সরকার? সেখানেই জনগণের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে কেন্দ্রকে।

এই বৈঠকে যাওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন, বিজেপির বিরোধিতায় একজোট হতে হবে সবাইকে। ২০২৪-কে তিনি ‘Hope 24’ বলে আখ্যা দেন। এই বৈঠকের পর আলোচনা প্রসঙ্গে অত্যন্ত সদর্থক বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version