Thursday, November 13, 2025

সোনিয়ার সঙ্গে বৈঠক ইতিবাচক: বিজেপিকে হারাতে একজোট হওয়ার বার্তা মমতার

Date:

সোনিয়াজির সঙ্গে বৈঠক অত্যন্ত ইতিবাচক। বিজেপিকে হারাতে একজোট হতে হবে সবাইকে- মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) এবারের দিল্লি সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের দ্বিতীয়টির শেষে এই মন্তব্য করলেন তিনি। পূর্বনির্ধারিত সূচি মেনে বুধবার ঠিক বিকেল সাড়ে চারটে দশ জনপথে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে বৈঠক করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও (Rahul Gandhi)।

বৈঠক শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বৈঠক ইতিবাচক হয়েছে। সোনিয়া গান্ধীর সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিরোধী ঐক্য এবং ইদানিংকালে সবচেয়ে চর্চিত পেগাসাস ইস্যু নিয়েও আলোচনা হয় বলে জানান মমতা।

তৃণমূল সুপ্রিমো জানান, বিজেপিকে (Bjp) হারাতে সবাইকে এক হতে হবে। এখানেই সাংবাদিকরা প্রশ্ন করেন বিজেপি বিরোধী মুখ হিসেবে তাঁকেই কি দেখা যাবে? উত্তর মমতা বলেন, “আমি লিডার নই, ক্যাডার”।

মমতা প্রশ্ন তোলেন, সংসদে কেন পেগাসাস নিয়ে উত্তর দিচ্ছে না কেন্দ্রীয় সরকার? সেখানেই জনগণের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে কেন্দ্রকে।

এই বৈঠকে যাওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন, বিজেপির বিরোধিতায় একজোট হতে হবে সবাইকে। ২০২৪-কে তিনি ‘Hope 24’ বলে আখ্যা দেন। এই বৈঠকের পর আলোচনা প্রসঙ্গে অত্যন্ত সদর্থক বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version