Thursday, August 21, 2025

নিম্নচাপের বৃষ্টি কলকাতা ও আশপাশে, দক্ষিণবঙ্গ জুড়ে কমলা-হলুদ সতর্কতা জারি

Date:

Share post:

নিম্নচাপের জেরে রাজ্যে ফের সক্রিয় বর্ষা। জুলাইয়ের (July) শেষে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছে আলিপুর (Alipur) আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সূচক কমলা ও হলুদ (Orange and Yellow) সতর্কতা জারি করা হয়েছে। খরাপ আবহাওয়ারজন্য সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের বুধ ও বৃহস্পতিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বাংলাদেশ উপকূল সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে। ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে সেটি। তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে কলকাতা এবং দুই ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। বুধবার থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়। নিম্পচাপটি ক্রমশ শক্তি বাড়ানোর ফলে আগামী দুদিন বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ৩০ জুলাই পর্যন্ত ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলির মতো উপকূলীয় এলাকায় ৭-২০ সেমি বৃষ্টি হতে পারে। পাশাপাশি, বাঁকুড়া, পুরুলিয়ায় তার থেকেও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। ওই এলাকাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ দিকে হলুদ সতর্কতা জারি থাকছে কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে।

 

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...