টোকিও অলিম্পিক্সে প্রি-কোয়ার্টার ফাইনালে হার প্রবীণ যাদবের

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) প্রি-কোয়ার্টার ফাইনালে হার প্রবীণ যাদবের( praveen yadav)। এদিন বিশ্বের এক নম্বর আমেরিকার ব্র্যাডি এলিসনের কাছে হেরে গেলেন ভারতীয় এই তিরন্দাজ। দ্বিতীয় রাউন্ডে খেলার ফল ২৭-২৮, ২৬-২৭, ২৩-২৬।

টোকিও অলিম্পিক্সে তিরন্দাজিতে ভারতের ব্যর্থতা অব্যাহত। তরুণদ্বীপ রাইয়ের পর এবার টোকিও অলিম্পিক্সের তিরন্দাজি সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতের প্রবীণ যাদব।

দ্বিতীয় রাউন্ডে ভাল শুরু করলেও দ্বিতীয় শটে এক পয়েন্ট কম থাকায় প্রথম সেটে হারতে হয় প্রবীণকে। দ্বিতীয় সেটেও প্রথমেই ১০ পয়েন্ট পেয়ে যান ভারতের এই তিরন্দাজ। পরে অবশ্য খেলায় আধিপত্য বিস্তার করেন এলিসন। তৃতীয় সেটেও এলিসনেল দাপট থাকে অব‍্যাহত।

আরও পড়ুন:অলিম্পিক্সে যাওয়ার আগেই বাধা, টোকিও যাওয়ার বিমানে উঠতে পারলেন না বিনেশ ফোগাট