Saturday, May 3, 2025

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে জম্মু-কাশ্মীর, লাদাখ ও হিমাচলে মৃত ১৭

Date:

বর্ষা এবং মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ( cloud burst rain) বিপর্যস্ত উত্তর ভারত। মেঘভাঙা বৃষ্টিতে কার্যত বিধ্বস্ত জম্মু-কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশে (Jammu Kashmir, Ladakh and Himachal Pradesh)। বুধবারই তিন জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে মৃত্যু হয়েছে ১৭ জনের। নিখোঁজ প্রায় ২৪ জন।

 

 

বুধবারই জম্মু-কাশ্মীরের কিশতেওয়ারায় মেঘভাঙা বৃষ্টি নামে। বৃষ্টিতে ৭জনের মৃত্যু হয়, নিখোঁজ প্রায় ২০ জন। কিছুক্ষণ পরেই দক্ষিণ কাশ্মীরের অমরনাথ গুহার কাছেও মেঘ ভাঙা বৃষ্টি নামে। যদিও সেই ঘটনায় এখনো হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এ দিকে, উত্তর কাশ্মীরের বান্দিপোরাতেও মেঘভাঙা বৃষ্টি নামে। লাদাখের কার্গিলেও একই পরিস্থিতি। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি এবং চাম্বা জেলাতেও মেঘ ভাঙা বৃষ্টির কারণে ভূমিধস নেমেছে।

 

বুধবার জম্মু-কাশ্মীরের কিশতেওয়ারায় সাতজনের মৃত্যুর পাশাপাশি রাজৌরিতেও এক ব্যক্তি সাকতোই নালায় ডুবে মারা যান। প্রায় এক ডজন বাড়ি, একাধিক ব্রিজ ও একটি ছোট জলশক্তি প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আধিকারিকরা।

অন্যদিকে, মঙ্গলবার বিকেলে লাদাখের কার্গিল ও সাংগ্রায় মেঘভাঙা বৃষ্টি নামে। সেখানেও বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয় চাষের জমি। তবে জোড়া মেঘভাঙা বৃষ্টিতে কারোর মৃত্যু হয়নি বলে খবর।।

 

গত ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশে দুই জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি নামে এবং হড়পা বানও আসে। লাহুল স্পিতিতে মেঘ ভাঙা বৃষ্টিতে সাতজনের মৃত্যু হয়েছে, চাম্বা জেলাতেও দুইজনের মৃত্যু হয়েছে। কুলুর মণিকরণে পার্বতী নদীতে ডুবে গিয়েছেন চারজন। তাদের এখনও খোঁজ মেলেনি। নিখোঁজদের খোঁজে ডুবুরি এবং উদ্ধারকারী দল নামানো হয়েছে।

 

Related articles

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...
Exit mobile version