Thursday, August 21, 2025

ডাক্তারি পড়ুয়াদের জন্য সুখবর! ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণের ঘোষণা কেন্দ্রের

Date:

ডাক্তারি পড়ার ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির জন্য বড় ঘোষণা করল কেন্দ্র। এবার থেকে ২৭ শতাংশ আসন অনগ্রসর শ্রেণির(OBC) জন্য সংরক্ষণ করা হবে বলে জানাল নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, ১০ শতাংশ আসন সংরক্ষণ করা হবে আর্থিকভাবে পিছিয়ে পরা পড়ুয়াদের জন্য। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম লাগু হবে বলে জানান প্রশানমন্ত্রী।

শুধুমাত্র এমবিবিএস, এমডি বা বিডিএস কোর্সের ক্ষেত্রেই নয়, একাধিক স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের ক্ষেত্রে এই সুযোগ থাকবে বলে জানান নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার জাতীয় শিক্ষানীতির বর্ষপূর্তিতে এই সংরক্ষণের কথা জানিয়ে একটি টুইট করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘বর্তমান শিক্ষাবর্ষ থেকেই অনগ্রসর শ্রেণির জন্য ২৭ শতাংশ সংরক্ষণ ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত দেশের যুব সমাজের হাজার হাজার প্রতিনিধিকে সাহস জোগাবে। সামাজিক ন্যায়ের এক সামগ্রিক চিত্র তুলে ধরবে জগতের সামনে।’

সরকারি সূত্রের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্তে এমবিবিএসের ক্ষেত্রে প্রায় এক হাজার ৫০০ অনগ্রসর শ্রেণির(OBC) পড়ুয়া ও স্নাতকোত্তর স্তরের দু’হাজার ৫০০ অনগ্রসর শ্রেণিভুক্ত পড়ুয়া এর ফলে লাভবান হবেন। এছাড়াও আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু পড়ুয়া এতে লাভবান হবেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version