Saturday, November 15, 2025

হিডকোর দায়িত্বভার গেল পরিবহন ও আবাসন মন্ত্রীর হাতে। নতুন চেয়ারম্যান হলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রাক্তন আমলা দেবাশিস সেন (Debashis Sen) এতদিন ছিলেন এই পদে। বহুদিন পরে একজন মন্ত্রীকে হিডকোর চেয়ারম্যান করা হল।

 

বাম জমানায় হিডকোর চেয়ারম্যান ছিলেন তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেব। কিন্তু তৃণমূল জমানায় এই পদের দায়িত্ব আমলারই সামলেছেন। বুধবার আবাসন দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে হিডকোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম।

 

গত কয়েক বছর ধরে হিডকোর তত্ত্বাবধানে রাজারহাট-নিউটাউনে একাধিক আবাসন, ইকো পার্ক, বিশ্ব বাংলা গেট, নজরুল তীর্থ ও রবীন্দ্র তীর্থর গড়ে উঠেছে। ওই অঞ্চলকে সাজিয়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হিডকোর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রাক্তন আমলা দেবাশিস সেন। গত বছরের ৩১ জানুয়ারি তিনি অবসর নেন। কিন্তু তারপরেও ওই দক্ষ আমলার হাতেই হিডকোর দায়িত্ব ছেড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। গত বছরের ২২ জানুয়ারিই তাঁকে ফের দু’বছরের জন্য হিডকোর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের পদে নিয়োগ করা হয় তাঁকে। সেই মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁর জায়গায় ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হল।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version