Monday, November 10, 2025

রাজ কুন্দ্রার বিরুদ্ধে এবার যৌন নির্যাতনের অভিযোগ আনলেন শার্লিন চোপড়া

Date:

এবার রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে সরাসরি যৌন হয়রানির (molestation) অভিযোগ আনলেন তাঁরই পর্ন ভিডিওর মডেল শার্লিন চোপড়া (model Sherlyn Chopra) । মুম্বই পুলিশের অপরাধ দমন শাখায়(Mumbai police crime branch) গিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে নিজের বয়ান নথিভুক্ত করেছেন শার্লিন।

শার্লিনের অভিযোগ, চলতি বছরের এপ্রিলে রাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন তিনি। লিখিত অভিযোগে শার্লিন জানিয়েছিলেন, ২০১৯-এর শুরুর দিকে নিজের বিজনেস ম্যানেজারের মাধ্যমে রাজ আলোচনার প্রস্তাব দেন। ২৭ মার্চ, ২০১৯ রাজের সঙ্গে শার্লিন ব্যবসা সংক্রান্ত মিটিং করেন। এরপর টেক্সট মেসেজে তাঁদের মধ্যে অনেক কথা হয়। কিন্তু রাজ্যের কিছু প্রস্তাব শার্লিন মানতে পারছিলেন না। তার ফলে তাদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। আর শার্লিনের মান ভাঙাতে রাজ তাঁর বাড়ি চলে গিয়েছিলেন বলে থানায় অভিযোগ করেন শার্লিন। সে সময় শার্লিনের বাড়িতেই রাজ নাকি হঠাৎই তাঁকে গভীর আলিঙ্গন করে চুম্বন করতে শুরু করেন। কিন্তু শার্লিন বাধা দেন । শার্লিনের দাবি, “রাজের ওই আচরণ দেখে ওঁর স্ত্রী শিল্পা শেট্টির সঙ্গে উনার সম্পর্ক নিয়ে জানতে চেয়েছিলাম। তখন রাজ জানিয়েছিল ওদের সম্পর্ক খুবই কমপ্লিকেটেড। দুজনের মধ্যে অনেকটাই ডিসটেন্স। তাই রাজের বাড়িতে থাকতে ভাল লাগে না। বাড়ি থাকা মানেই নাকি অশান্তি আর স্ট্রেস। শার্লিনের দাবি, রাজ তাঁর কাছে শান্তি খুঁজছিলেন। শার্লিন বলেছেন , রাজকে সমানে বোঝাতে থাকি, এমন করো না। রাজ ততই আমার কাছে আসতে চাইছিল। শরীরে নিজের শরীর মিশিয়ে দিতে চাইছিল। আমি ভয় পেয়েছিলাম। কোনওমতে দৌড়ে ওয়াশরুমে চলে যাই। রাজ বাড়ি থেকে না চলে যাওয়া পর্যন্ত ওয়াশরুমেই ছিলাম।”

 

জানা গিয়েছে, গত মঙ্গলবার মুম্বই পুলিশের প্রপার্টি শাখায় তলব করা হয় শার্লিনকে। এর আগে এই ঘটনায় নিজের বয়ান নথিভুক্ত করেছেন বলে নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন শার্লিন চোপড়া।

 

Related articles

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...
Exit mobile version