Sunday, November 2, 2025

‘দানিশ সাংবাদিক’, পরিচয় জানার পরই নৃশংসভাবে তাঁকে খুন করে তালিবানরা

Date:

শুরুতে দানিশ সিদ্দিকীর (Danish Siddiqui) মৃত্যুতে শোক প্রকাশ করে তালিবানের(taliban) তরফে জানানো হয়েছিল কীভাবে ওই সাংবাদিকের মৃত্যু হয়েছে তা তারা জানে না। তবে সময়ের সঙ্গে দানিশ মৃত্যুর আসল রহস্য প্রকাশ্যে এল। একইসঙ্গে প্রকাশ্যে এল তালিবানের মিথ্যাচারিতা। বৃহস্পতিবার এক মার্কিন ম্যাগাজিনের(American magazine) তরফে জানানো হয়েছে, সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয়নি পুলিৎজার জয়ী চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর। তাঁর পরিচয় জানার পরই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয় তালিবানের তরফে।

ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকী আফগানিস্তানের গিয়েছিল সংঘর্ষের খবর করতে। সেখান থেকে সমস্ত তথ্য ও ছবি পাঠানো হচ্ছিল রয়টার্সকে। আফগানিস্তানে দানিশের মৃত্যু প্রসঙ্গে ওয়াশিংটন একজামিনার রিপোর্টে জানানো হয়েছে, আফগানিস্তানের স্পিন বলডাক এলাকায় আফগান বাহিনীর সঙ্গে গিয়েছিলেন বছর ৩৮-এর দানিশ। আফগান বাহিনী এগোতেই তাদের লক্ষ্য করে হামলা চালায় তালিবানরা। অপ্রত্যাশিত এই হামলার মুখে পড়ে মূল বাহিনী থেকে ছিটকে যায় দানিশ ও আফগানিস্তানের তিন সেনা। তখনই তালিবানদের হামলার শিকার হন ওই ভারতীয় চিত্র সাংবাদিক। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি মসজিদে নিয়ে যাওয়া হয়। তবে মসজিদে দানিশের আশ্রয়ের খবর ছড়িয়ে পড়তেই সেখানে হামলা চালায় জঙ্গিরা। স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে, ওই মসজিদে সাংবাদিক আশ্রয় নিয়েছে এটা জেনেই তালিবানরা হামলা চালায়।

আরও পড়ুন:ড্যামেজ কন্ট্রোলে বিপ্লবের সাফাই, গ্রামে নতুন মানুষ এলে সবাই জিজ্ঞাসা করে; কারা এসেছে?

মার্কিন ম্যাগাজিনের রিপোর্টে জানানো হয়েছে, তালিবানরা যখন মসজিদের ভেতর ঢোকে তখনও জীবিত ছিলেন দানিশ। প্রথমে তাঁর পরিচয় যাচাই করা হয় জঙ্গিদের তরফে। তারপর নিশংস ভাবে খুন করা হয়। শুধু দানিশ নন, তাঁর সঙ্গে থাকা ৩ আফগান সেনাকেও খুন করা হয়। যদিও দানিশ-এর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর তাঁকে হত্যার দায় পুরোপুরি অস্বীকার করে তালিবানরা। এমনকি তাঁর মৃত্যুতে শোক প্রকাশও করা হয়। অবশেষে মার্কিন রিপোর্টে প্রকাশ্যে এল তালিবানের মিথ্যাচার।

 

Related articles

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...
Exit mobile version