Wednesday, November 5, 2025

নয়া শ্রমবিধি, ন্যূনতম বেতন ১৫০০০ থেকে বেড়ে হতে চলেছে ২১০০০

Date:

সরকারির পাশাপাশি বেসরকারি মহলেও এবার খুশির খবর আনতে চলেছে কেন্দ্রীয় সরকার(central government)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর থেকে দেশজুড়ে লাগু হয়ে যাবে নয়া শ্রমবিধি(labour rules)। যার জেরে কর্মীদের বেতন কাঠামোয় আসতে চলেছে বড়সড় পরিবর্তন।

জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের এই নয়া নিয়মের ফলে ‘টেক হোম স্যালারি'(take home salary) বা হাতে পাওয়া বেতনের পরিমাণ যেমন কমে যাবে, অন্যদিকে তেমনি পিএফ-এ বেশি টাকা জমা হতে শুরু করবে। একই সঙ্গে নতুন শ্রমবিধিতে সপ্তাহে তিনদিন ছুটির কথাও বলা আছে বলে সূত্রের খবর। ১ এপ্রিল থেকে দেশে এই শ্রমবিধি লাগু করার কথা থাকলেও বেশকিছু রাজ্য এ বিষয়ে প্রস্তুত না থাকার কারণে কিছুটা দিন পিছোতে হয় সরকারকে। এরপর ১ অক্টোবর থেকে এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নেয় সরকার।

আরও পড়ুন:কারখানা খোলায় ঢাকায় ফিরছেন পোশাক শ্রমিকরা

নতুন শ্রম আইন অনুযায়ী, কর্মচারীরা যে বেতন পান অর্থাত্‍ ‘বেসিক স্যালারি’ তা ৫০ শতাংশ বা তার বেশি হতে পারে। এরফলে অবসর গ্রহণের পরে প্রভিডেন্ট ফান্ডে বেশি টাকা জমা হবে, কিন্তু টেক হোম স্যালারি’ বা হাতে পাওয়া বেতনের পরিমাণ কমতে পারে। অর্থাত্‍ নতুন শ্রমবিধি কার্যকর হলে কর্মচারীদের মাসিক ভাতা ৫০ শতাংশের বেশি হতে পারবে না।
এছাড়াও শ্রম মন্ত্রণালয়ের নতুন নিয়ম লাগু হলে, কর্মীদের মূল বেতন ১৫ হাজার টাকা থেকে ২১ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সপ্তাহে তিনদিন ছুটিও পেতে পারেন। ন’ঘণ্টা থেকে ১২ ঘণ্টার শিফটে, যাঁরা দৈনিক ১২ ঘণ্টা কাজ করবেন, তাঁরা সপ্তাহে তিনদিন ছুটি পাবেন। সেইসঙ্গে প্রতি পাঁচ ঘণ্টা একটানা কাজের পর ৩০ মিনিটের ব্রেক নেওয়ারও সুবিধা পাবেন।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version