Monday, August 25, 2025

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে পেগাসাস মামলার শুনানি

Date:

গত শুক্রবারই সুপ্রিম কোর্টের(Supreme Court) তরফে জানানো হয়েছিল আগামী সপ্তাহে পেগাসাস(Pegasus) মামলার শুনানি হবে। সেইমতো পেগাসাস ইস্যুতে শুনানির দিন ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। এদিন জানিয়ে দেওয়া হয়েছে দুই সাংবাদিকের দায়ের করা পিটিশনের ভিত্তিতে এই মামলার শুনানি হবে আগামী বৃহস্পতিবার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার(N V Ramana) বেঞ্চেই হবে এই মামলার শুনানি।

গত ৩০ জুলাই শুক্রবার বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল পেগাসাস সংক্রান্ত মামলাটিকে প্রধান বিচারপতি এনভি রামানার সামনে তুলে ধরেন। সিব্বল জানান, “দেশের সাধারণ জনগণ, বিরোধী নেতা, সাংবাদিক বিচার বিভাগের সঙ্গে যুক্ত নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা নজরদারির আওতায় চলে গিয়েছে। এই ঘটনা ভারতের পাশাপাশি গোটা বিশ্বের কাছে উদ্বেগজনক। ফলস্বরূপ যত দ্রুত সম্ভব মামলার শুনানি প্রক্রিয়া শুরু করা হোক।” কপিল সিব্বলের আবেদনের প্রেক্ষিতে আদালতের প্রধান বিচারপতি জানান, “আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হবে।” এরপর রবিবার জানা গেল বৃহস্পতিবার মামলার শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে।

আরও পড়ুন:মৃত্যু কমলেও উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ

উল্লেখ্য, পেগাসাস স্পাইওয়্যারের লাইসেন্স সরকার বা সরকারি সংস্থা সংগ্রহ করেছে কিনা এবং তা নজরদারি চালাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করা হয়েছে কিনা তা জানাতে ও কেন্দ্রীয় সরকারকে তদন্তের নির্দেশ দিতে আবেদন করা হয়েছে দুই সাংবাদিকের দায়ের করা পিটিশনে।

সুপ্রিমকোর্টে দায়ের করা পিটিশনে প্রবীণ ওই দুই সাংবাদিক বলেছেন, সামরিক পর্যায়ে এই সফটওয়্যার ব্যবহার করে যেভাবে নজরদারি চালানো হয়েছে তা একাধিক মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। এবং তা দেশের গণতন্ত্রের স্তম্ভ হিসেবে পরিচিত স্বাধীন প্রতিষ্ঠানের উপর আক্রমণ চালানোর মতো। এই ধরনের কাজ দেশকে অস্থির করে তোলার এক ধরনের প্রচেষ্টা। অথচ এই ইস্যুতে সরকার বিশ্বাসযোগ্য বা নিরপেক্ষ তদন্তের জন্য কোনও পদক্ষেপ নেয়নি এখনও।

পিটিশনকারীদের তরফে স্পষ্ট অভিযোগ তুলে বলা হয়েছে যাদের ফোনে নজরদারি চালানোর অভিযোগ সামনে এসেছে সেই সকল ফোনের ডেটাবেস বিশ্লেষণ করে দেখা গিয়েছে পেগাসাস ব্যবহার করা হয়েছে সেগুলোতে। প্রশ্ন তোলা হয়েছে, এই ধরনের হ্যাকিং দেশের বিরুদ্ধস্বর, অবাধ মতামতের কণ্ঠরোধের লক্ষ্যেই কি সরকার এই পদক্ষেপ নিয়েছিল? তাঁদের অভিযোগ, পেগাসাস হ্যাকিং যোগযোগ, চিন্তাভাবনা ও তথ্যগত গোপনীয়তার ওপর সরাসরি আক্রমণ।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version