Saturday, November 8, 2025

রাত পোহালেই মাঠে নামছেন অভিষেক, ত্রিপুরায় “খেলা হবে” স্টেজ রিহার্সালে দেবাংশু-সুদীপরা

Date:

লক্ষ্য ২০২৩। মিশন ত্রিপুরা (Tripura)। রাত পোহালেই হাইভোল্টেজ রাজনৈতিক কর্মসূচি। নজরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)। আর দলের জনপ্রিয় নেতা সোমবার আগরতলায় (Agartala) পা রাখার আগেই ত্রিপুরার ছাত্র ও যুব সমাজের মন বুঝতে আসরে “ত্রয়ী” দেবাংশু (Debanshu)-জয়া (Jaya)-সুদীপ (Sudip)। ত্রিপুরাতেও খেলা হবেরর স্টেজ রিহার্সাল। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় গিয়ে “ত্রিপুরাতেও খেলা হবে” (Khela Hobe) স্লোগান তুলে তৃণমূল কর্মীদের উজ্জ্বীবিত করেছেন দেবাংশু ভট্টাচার্য। সুদীপ রাহা, জয়া দত্তরা এলাকা চষে ফেলেছেন। অভিষেকের অপেক্ষায় এখন প্রহর গুনছে ত্রিপুরাবাসী।

বাঙালি অধ্যুষিত উত্তর-পূর্বের বিজেপি শাসিত রাজ্যের অনুন্নয়নের বিরুদ্ধে আওয়াজ তুলতে বিধানসভা ভোটের (Tripura Assembly Election) দেড়বছর আগেই ময়দানে তৃণমূল। ঝড় ওঠার আভাস পেতেই ঝাঁপিয়ে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সৈন্য-সামন্তরা।

আরও পড়ুন- অবৈধ সম্পর্কের সন্দেহে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা, গুরুতর জখম যুবক

মানিক সরকারের (Manik Sarkar) বাম (Left front) জমানার অবসান ঘটিয়ে ২০১৮ ক্ষমতায় এসেছিল বিজেপি (BJP)। বিপ্লব দেবের (Biplab Dev) সরকারের প্রতিশ্রুতি ছিল রাজ্যে শিল্প আসবে। কিন্তু সাড়ে তিন বছর পেরিয়ে যাওয়ার পরেও শিল্পের ছোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে না। নেই কর্মসংস্থান। সরকারি চাকরি নৈব নৈব চ। কৃষি ব্যবস্থাও অথৈ জলে। ভেঙে পড়েছে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য। শিক্ষক ছাঁটাই থেকে ব্যবসায় মন্দা। বাড়ছে সন্ত্রাস। তাই রাজ্যে প্রকৃত পরিবর্তন আনতে ভরসা সেই মমতা বন্দ্যোপাধ্যায়।

বিপ্লব সরকারের একাধিক ব্যর্থতা ও অনুন্নয়নকে হাতিয়ার করে ত্রিপুরায় ঘর গোছাতে শুরু করেছে ঘাসফুল শিবির। বিজেপিকে উৎখাত করতে ঘুঁটি সাজানো শুরু হয়েছে। অন্যদিকে, টানা তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় এসে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, সমব্যথী, লক্ষী ভান্ডার থেকে দুয়াতে রেশন প্রকল্প মন কেড়েছে ত্রিপুরাবাসীর।

ঘর গোছাতে তাই এ রাজ্য থেকে ত্রিপুরায় ছুটে গিয়েছেন নেতা, মন্ত্রী, সাংসদরা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ত্রিপুরায় কের পুজোয় শুভেচ্ছা জানানোর পরেই ওই জুড়ে চাঙ্গা তৃণমূল কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বক্তব্য ঘুরে বেড়াচ্ছে। যেখানে তাঁরা বলছেন, ”আমাদের সাথে পাঙ্গা নিলে, আমরা চাঙ্গা হয়ে যাই।” অর্থাৎ, শাসকের দিকে চোখে চোখ রেখে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরা তৃণমূল। আর অক্সিজেন জোগাতে যাচ্ছেন অভিষেক।

আরও পড়ুন- ভুয়ো কেন্দ্রীয় সরকারি আধিকারিকের বিরুদ্ধে এবার অভিযোগ অভিনেত্রীর

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version