Wednesday, August 27, 2025

অভিষেকের ওপর হামলা: রাজ্যসভায় অমিত শাহের কাছে জবাব চাইলেন ডেরেক

Date:

ত্রিপুরায়(Tripura) অভিষেক বন্দোপাধ্যায়ের(Abhishek Banerjee) ওপর হামলার ঘটনায় সংসদে এবার সরব হয়ে উঠল তৃণমূল(TMC)। সোমবার অধিবেশন চলাকালীন এই ইস্যুকে তুলে ধরে সরব হয়ে ওঠেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। পাশাপাশি এদিন রাজ্যসভায় সাংসদ শান্তনু সেনের সাসপেনশন তুলে নেওয়ার জন্য চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুকে(venkaiah Naidu) চিঠি লেখেন তৃণমূলের সাংসদরা।

অভিষেকের ওপর হামলার ঘটনায় সোমবার সংসদ ভবনে সুর চড়িয়ে ডেরেক ও’ব্রায়েন বলেন, “ত্রিপুরায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার জবাবদিহি করুক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি শাসিত ত্রিপুরায় গণতন্ত্র নিয়েও প্রশ্ন তোলেন তিনি।” উল্লেখ্য, সোমবার ত্রিপুরা সফরে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার সময় বিজেপির পতাকা হাতে তাঁর গাড়ির ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই ইস্যুতেই এবার রাজ্যসভায় সরব হয়ে উঠল তৃণমূল।

আরও পড়ুন:ফের উপত্যকার আকাশে ড্রোনের নজরদারি, তাড়া করতেই সীমানা ছেড়ে উধাও

অন্যদিকে, সংসদে ‘অশোভনীয়’ কাজের অভিযোগে সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে বরখাস্ত করা হয়েছিল। শান্তনু সেনের সাসপেনশন তুলে নেওয়ার দাবি জানিয়ে এদিন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুকে চিঠি পাঠায় তৃণমূলের সংসদরা। শাস্তি তুলে নিতে আবেদনে তৃণমূলের পাশাপাশি সম্মতি জানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, সিপিআইএমের রাজ্যসবার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

 

Related articles

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...
Exit mobile version