Sunday, November 9, 2025

ত্রিপুরায় অভিষেকের উপর হামলা, প্রতিবাদে সরব রাজ-সায়নী-সায়ন্তিকারা

Date:

ত্রিপুরা(Tripura) সফরে গিয়ে সোমবার বিজেপি(BJP) দুষ্কৃতীদের দ্বারা হামলার শিকার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। অভিষেকের কনভয় হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন সব হয়ে উঠলেন তৃণমূলের তিন তারকা সদস্য রাজ চক্রবর্তী(Raj Chakraborty), সায়নী ঘোষ(Sayani Ghosh) এবং সায়ন্তিকা বন্দোপাধ্যায়(Sayantika Banerjee)।

ত্রিপুরায় অভিষেকের উপর হামলার ঘটনার সেই টুইট শেয়ার করে বিজেপির উপর ক্ষোভ উগরে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী লেখেন, “ত্রিপুরায় অভিষেক। এবার ত্রিপুরাতেও খেলা হবে।” পাশাপাশি ‘তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’ বলেও এদিন স্লোগান দেন রাজ। রাজের পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে একহাত নিয়ে তৃণমূল নেত্রী সায়নী ঘোষ লেখেন, “বিপ্লব দেবের অতিথি দেব ভব-র উৎকৃষ্ট উদাহরণ হল ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই তাঁর গাড়িতে হামলা। তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন ঠিকই, কিন্তু চারিত্রিকভাবে তিনি পরাজিতই। ত্রিপুরায় বিজেপি ভয় আর নিরাপত্তাহীনতায় যে ভুগছে, তা দেখা গেল।” টুইট করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, “ত্রিপুরেশ্বরীরত্রিপুরেশ্বরীর পবিত্র মাটিতে এবার খেলা হবে!”

আরও পড়ুন:e-RUPI পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উল্লেখ্য, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পথে বিশ্রামগঞ্জের কাছে বিজেপির পতাকা হাতে বেশ কিছু দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। সেই ঘটনার ভিডিও পোস্ট করে অভিষেক লেখেন, “অতিথি দেব ভব’র উদাহরণ দেখলাম, ত্রিপুরার মানুষই এর বিচার করবেন।”

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version