Monday, August 25, 2025

ত্রিপুরায় অভিষেকের উপর হামলা, প্রতিবাদে সরব রাজ-সায়নী-সায়ন্তিকারা

Date:

ত্রিপুরা(Tripura) সফরে গিয়ে সোমবার বিজেপি(BJP) দুষ্কৃতীদের দ্বারা হামলার শিকার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। অভিষেকের কনভয় হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন সব হয়ে উঠলেন তৃণমূলের তিন তারকা সদস্য রাজ চক্রবর্তী(Raj Chakraborty), সায়নী ঘোষ(Sayani Ghosh) এবং সায়ন্তিকা বন্দোপাধ্যায়(Sayantika Banerjee)।

ত্রিপুরায় অভিষেকের উপর হামলার ঘটনার সেই টুইট শেয়ার করে বিজেপির উপর ক্ষোভ উগরে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী লেখেন, “ত্রিপুরায় অভিষেক। এবার ত্রিপুরাতেও খেলা হবে।” পাশাপাশি ‘তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’ বলেও এদিন স্লোগান দেন রাজ। রাজের পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে একহাত নিয়ে তৃণমূল নেত্রী সায়নী ঘোষ লেখেন, “বিপ্লব দেবের অতিথি দেব ভব-র উৎকৃষ্ট উদাহরণ হল ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই তাঁর গাড়িতে হামলা। তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন ঠিকই, কিন্তু চারিত্রিকভাবে তিনি পরাজিতই। ত্রিপুরায় বিজেপি ভয় আর নিরাপত্তাহীনতায় যে ভুগছে, তা দেখা গেল।” টুইট করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, “ত্রিপুরেশ্বরীরত্রিপুরেশ্বরীর পবিত্র মাটিতে এবার খেলা হবে!”

আরও পড়ুন:e-RUPI পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উল্লেখ্য, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পথে বিশ্রামগঞ্জের কাছে বিজেপির পতাকা হাতে বেশ কিছু দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। সেই ঘটনার ভিডিও পোস্ট করে অভিষেক লেখেন, “অতিথি দেব ভব’র উদাহরণ দেখলাম, ত্রিপুরার মানুষই এর বিচার করবেন।”

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version