Wednesday, December 17, 2025

আজ মহানগরে ট্যাক্সি ও ক্যাব ধর্মঘট, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের 

Date:

ভাড়া বাড়ানোর (on demand of fare hike) দাবিতে সোমবার ট্যাক্সি ধর্মঘটের (taxi strike) ডাক দিয়েছে এআইটিইউসি (AITUC) অনুমোদিত ট্যাক্সি সংগঠন। ফলে সোমবার সকাল থেকেই ট্যাক্সি চলাচল বন্ধ থাকবে মহানগরে(greater Kolkata)। এই ধর্মঘটে সাামিল হচ্ছে হলুদ ও নীল সাদা ট্যাক্সিগুলি। সঙ্গে রয়েছে অ্যাপ ক্যাবগুলিও (app cab)। অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে প্রথম কর্মদিবসের দিনই চরম ভোগান্তির মুখে পড়তে হবে নিত্যযাত্রীদের। যদিও সরকারের তরফে বেশি করে বাস নামানোর আশ্বাস দেওয়া হয়েছে।

 

ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, পেট্রোল ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির (price hike of petrol and diesel) সঙ্গে সামঞ্জস্য রেখে যাত্রীভাড়া বাড়ানোর দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কলকাতার প্রায় ১০ হাজার ট্যাক্সি এই আন্দোলনে সামিল হচ্ছে। তাই এদিন কোনও ট্যাক্সি রাস্তায় নামবে না।

অ্যাসোসিয়েশনের অভিযোগ, ট্যাক্সি ভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু সরকার ত নিয়ে কোনো সদর্থক পদক্ষেপ করছে না। বারবার বলা সত্ত্বেও রাজ্যের তরফে কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না। অথচ ওলা-উবেরের মতো অ্যাপ ক্যাবগুলি ইচ্ছামতো ভাড়া বানিয়ে নিয়েছে বলে বলে অভিযোগ। কিন্তুসেই ভাড়া বাড়িয়ে ওলা-উবারের লাভ হলেও যিনি গাড়ির মালিক কিংবা যিনি গাড়ি চালাচ্ছেন, তাঁদের কারও কোনও সুবিধা হচ্ছে না। ফলে অ্যাপ ক্যাব সংগঠনগুলিও ন্যায্য ভাড়া না দেওয়ার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচিতে থাকছে। মূলত এআইটিইউসি অনুমোদিত অনলাইন ক্যাব সংগঠনের সদস্যরা এই প্রতিবাদে সামিল হবে বলে জানা গেছে।

Related articles

দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে: দলীয় সাংসদের বৈঠকে কড়া নির্দেশ লোকসভার দলনেতা অভিষেকের

দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে সবাইকে। বুধবার, দিল্লিতে দলীয় সাংসদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

টাকা দিয়েও মিলবে না খাবার! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে মধ্যরাতে বিক্ষোভে ছাত্রীরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক জালিয়াতির অভিযোগ এবার ক্যান্টিনের খাবারে। টাকা নিয়েও ক্যান্টিনে (canteen) খাবার না দেওয়ার নিদান...

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...
Exit mobile version