Thursday, August 21, 2025

ত্রিপুরায় তৃণমূলের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ, কুণাল বললেন ভয় পেয়েছে বিজেপি

Date:

আজ, সোমবার ত্রিপুরা (Tripura) প্রদেশ তৃণমূলের (TMC) জন্য এক ঐতিহাসিক দিন। এই প্রথম কোনও রাজনৈতিক কর্মসূচি নিয়ে ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। তাঁর এই ঝটিকা সফরকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই তৃণমূল কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্বের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগরতলার (Agartala)-সহ ত্রিপুরার ৮ জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ফ্লেক্স ফেস্টুনে ভরিয়ে দেওয়া হয়েছে। ছাত্র-যুব থেকে শুরু করে সমস্ত স্তরের তৃণমূল কর্মীরা অভিষেককে সংবর্ধনা জানাতে প্রহর গুনছে। কিন্তু অভিষেক ত্রিপুরায় পা রাখার আগেই রাতের অন্ধকারে তৃণমূলের ফেস্টুন পোস্টার ছিঁড়ে (Tatters) দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অথচ পাশেই বিজেপি ও ত্রিপুরা সরকারের হরিণগুলো একেবারেই অবিকৃত রয়েছে। খুব স্বাভাবিক ভাবেই এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।

 

ফেস্টুন ছেঁড়ার ঘটনাকে তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে সাধারণ সম্পাদক কুনাল ঘোষ (Kunal Ghosh)। তিনি এই ঘটনাকে ধিক্কার জানিয়েছেন। কুণাল ঘোষের কথায়, “বিজেপি ভয় পেয়েছে তৃণমূলের উত্থানকে। বিজেপি ভয় পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাই অভিষেক ত্রিপুরা যাওয়ার আগের রাতেই তৃণমূলের ব্যানার-ফেস্টুন ছেঁড়া হয়েছে। কিন্তু এতে লাভ হবে না। ত্রিপুরার মানুষ রাজ্যে বিকল্প হিসাবে তৃণমূলকে ভাবতে শুরু করেছে। তাই কখনও পুলিশ দিয়ে আইপ্যাকের সমীক্ষকদের আটকে রাখা হচ্ছে। কখনও পার্টি অফিস ভাঙা হচ্ছে। আবার কখনও পোস্টার-ফেস্টুন ছেঁড়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় নতুন উদ্যমে সেজে উঠেছে তৃণমূল। রাষ্ট্রশক্তি দিয়ে তাকে আটকানো যাবে না। গোটা দেশের মতোই বামেরা ত্রিপুরাতেও অপ্রাসঙ্গিক। তাই বিজেপিকে ত্রিপুরা থেকে রাজনৈতিক ভাবে উৎখাত করতে মানুষের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস।”

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version