দৈনিক সংক্রমণে গতকালের তুলনায় সামান্য কমলেও সংক্রমণের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) প্রকাশিত বিবৃতি অনুযায়ী ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা(coronavirus) আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৪৯ জন। গত সোমবার এই সংখ্যাটাই ছিল ৪০ হাজারের বেশি। অন্যদিকে ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৪২২ জনের। অর্থাৎ অপরিবর্তিত রইল করোনায় মৃতের সংখ্যা।

আরও পড়ুন:অজন্তার সমর্থনে জাগোবাংলা’য় এবার কলম ক্ষিতিকন্যা বসুন্ধরার

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩০,৫৪৯ জন। যার ফলে এখনো পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার ৫০৭। পাশাপাশি শেষ ২৪ ঘন্টায় ৪২২ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৫ হাজার ১৯৫। এছাড়াও শেষ 24 ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৩৮,৮৮৭ জন। যার ফলে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৯৫৮। পাশাপাশি শেষ ২৪ ঘন্টায় ভ্যাকসিন পেয়েছেন ৬১লক্ষ ৯ হাজার ৫৮৭ জন। এখনো পর্যন্ত দেশে মোট টিকাকরণের সংখ্যাটা ৪৭ কোটি ৮৫ লক্ষ ৪৪ হাজার ১১৪।
