Saturday, November 8, 2025

মানবাধিকার কমিশনের ভুয়ো চেয়ারম্যান গ্রেফতার নিউটাউনে

Date:

ভুয়ো আই এএস (fake IAS) , ভুয়ো আইপিএস (fake IPS) , ভুয়ো চিকিৎসকের পর শহরে এবার মানবাধিকার কমিশনের ভুয়ো চেয়ারম্যান (fake human rights commission chairman) । সোমবার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের ভুয়ো চেয়ারম্যানকে সদলবলে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিস। ওই ব্যক্তির সঙ্গে তার গাড়ির চালক ও দুই সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের স্টিকার লাগানো দামী গাড়ি। ধৃত ওই ভুয়ো আধিকারিকের নাম তারক মন্ডল। তারক মন্ডল নিউটাউনের বাসিন্দা। মানবাধিকার কমিশনের ভুয়ো চেয়ারম্যান গ্রেফতার নিউটাউনে। ধৃতদের মধ্যে একজন সত্যেন্দ্র নাথ যাদব (গাড়ির চালক) বিহারের বাসিন্দা।

বেশ কয়েক বছর ধরে ভুয়ো চেয়ারম্যান সেজে প্রতারণার জাল ছড়িয়েছিল বলেই খবর। জানা গিয়েছে, সোমবার বিকেলে নিউটাউনের নারকেল বাগান মোড়ে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বোর্ড লাগানো ওই গাড়িটিকে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায়। পুলিশের নজরে আসে। সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে আটকে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে গাড়ির যাত্রীরা তা দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সন্দেহজনক মনে হওয়ায় সকলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারক একটি ইনোভা গাড়ি নিয়ে সেই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বোর্ড লাগিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াত। এবং নিজের সঙ্গে থাকা দু’জনকে নিরাপত্তারক্ষী হিসাবে পরিচয় দিত।

পুলিশ জেরায় আরো জানতে পেরেছে যে সঙ্গী ওই দু’জন আসলে লোক খুঁজে বেড়াতে। এদের মূল কাজ ছিল, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সমস্যায় থাকা নিরীহ মানুষদের খুঁজে বের করে তাঁদের সমস্যা মিটিয়ে দেবে বলে আশ্বস্ত করা। বিনিময়ে টাকা আদায় করা। পুলিশি সমস্যা হোক, সম্পত্তি -জমিজমা সংক্রান্ত সমস্যা হোক বা প্রোমোটিং সংক্রান্ত সমস্যা। সব মিটিয়ে দেওয়ার নাম করে ওই দু’জন টাকা আদায় করতো বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার তাদের বারাসত আদালতে তোলা হয়।

Related articles

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...

কে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh...

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...
Exit mobile version