Thursday, May 15, 2025

ভুয়ো আই এএস (fake IAS) , ভুয়ো আইপিএস (fake IPS) , ভুয়ো চিকিৎসকের পর শহরে এবার মানবাধিকার কমিশনের ভুয়ো চেয়ারম্যান (fake human rights commission chairman) । সোমবার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের ভুয়ো চেয়ারম্যানকে সদলবলে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিস। ওই ব্যক্তির সঙ্গে তার গাড়ির চালক ও দুই সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের স্টিকার লাগানো দামী গাড়ি। ধৃত ওই ভুয়ো আধিকারিকের নাম তারক মন্ডল। তারক মন্ডল নিউটাউনের বাসিন্দা। মানবাধিকার কমিশনের ভুয়ো চেয়ারম্যান গ্রেফতার নিউটাউনে। ধৃতদের মধ্যে একজন সত্যেন্দ্র নাথ যাদব (গাড়ির চালক) বিহারের বাসিন্দা।

বেশ কয়েক বছর ধরে ভুয়ো চেয়ারম্যান সেজে প্রতারণার জাল ছড়িয়েছিল বলেই খবর। জানা গিয়েছে, সোমবার বিকেলে নিউটাউনের নারকেল বাগান মোড়ে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বোর্ড লাগানো ওই গাড়িটিকে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায়। পুলিশের নজরে আসে। সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে আটকে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে গাড়ির যাত্রীরা তা দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সন্দেহজনক মনে হওয়ায় সকলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারক একটি ইনোভা গাড়ি নিয়ে সেই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বোর্ড লাগিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াত। এবং নিজের সঙ্গে থাকা দু’জনকে নিরাপত্তারক্ষী হিসাবে পরিচয় দিত।

পুলিশ জেরায় আরো জানতে পেরেছে যে সঙ্গী ওই দু’জন আসলে লোক খুঁজে বেড়াতে। এদের মূল কাজ ছিল, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সমস্যায় থাকা নিরীহ মানুষদের খুঁজে বের করে তাঁদের সমস্যা মিটিয়ে দেবে বলে আশ্বস্ত করা। বিনিময়ে টাকা আদায় করা। পুলিশি সমস্যা হোক, সম্পত্তি -জমিজমা সংক্রান্ত সমস্যা হোক বা প্রোমোটিং সংক্রান্ত সমস্যা। সব মিটিয়ে দেওয়ার নাম করে ওই দু’জন টাকা আদায় করতো বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার তাদের বারাসত আদালতে তোলা হয়।

Related articles

টানা ২২ দিন ঘুমতে দেয়নি পাক সেনা! পূর্ণমের বয়ানে অকথ্য মানসিক নির্যাতনের বর্ণনা

টানা ২২ দিন চোখের পাতা এক করতে দেওয়া হয়নি। সেই সঙ্গে চলেছে অকথ্য মানসিক নির্যাতন। পাক রেঞ্জার্সের হাত...

আইপিএলের শেষ দুটো ম্যাচে নাইট শিবিরে নেই মইন আলি, রভম্যান পাওয়েল

বাকিরা এলেও আইপিএলের(IPL) শেষের দিকে আর কলকাতা নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দেখা যাবে না মইন আলিকে(Moeen Ali)। শুধুমাত্র তিনিই...

রাইমার ‘পার্টনার’ খুঁজছেন মা! মেয়ের একাকীত্ব নিয়ে চিন্তায় মুনমুন

অভিনেত্রী রাইমা সেনের (Raima Sen)জন্য 'সঙ্গী' খুঁজছেন তাঁর মা! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই শোনা গেছে মুনমুন সেনের...

মাধি, হিজাজিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অস্কার ও সিংটোর

মাধি তালাল(Madih Talal) ও হিজাজি মাহের(Hizaji Maher) সুস্থ হওয়ার পরই তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তারা এখন রিহ্যাব সারছেন।...
Exit mobile version