Friday, November 7, 2025

গ্রিনল্যান্ডের ‘আইস শিট’ গলে জল, ২ ইঞ্চি জলের তলায় যাওয়ার সম্ভাবনা ফ্লোরিডার!   

Date:

বর্তমানে বিশ্ব উষ্ণায়নের হার যে মাত্রায় বাড়ছে, ২০২১ রীতিমতো চিন্তিত করে তুলেছে বিজ্ঞানীদের। আবারো মেরু বলয়ের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব লক্ষ্য করা গেল সম্প্রতি। তা নিয়ে বিশেষজ্ঞদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। সারা বিশ্বের বিজ্ঞানীরা যথেষ্ট আশঙ্কায় আছেন এই কথা ভেবে যে, গ্রিনল্যান্ডে একদিনে যে হারে বরফ গলছে তাতে খুব তাড়াতাড়ি বেশ কিছু দেশ ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সেই ১৯৫০ সালে বরফ গলে জল হয়েছিল গ্রিনল্যান্ডে। সেই বছরেই যে বিশাল পরিমাণ ক্ষতি হয়েছিল তার কথা হয়তো অনেকেরই জানা। তারপরে ২০১২ এবং ২০১৯ সালে বরফ গলন হয়েছিল,যা ছিল সত্যিই চোখে পড়ার মতো। তারপরেই এবছর অর্থাৎ ২০২১। বিজ্ঞানীদের মতে, মাত্র একদিনেই গ্রিনল্যান্ডে বরফ গলছে ২২ গিগাটন বা ১০০ মেট্রিক টন । বিজ্ঞানীদের অনুমান, এই পরিমান জল শুধু একটা অঞ্চল নয়, ঢেকে দিতে পারে একটা গোটা দেশকে। প্রবল ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফ্লোরিডার। এইভাবে বরফ গলতে থাকলে ফ্লোরিডা অন্তত ২ ইঞ্চি জলের তলায় চলে যাবে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন ।শুধুমাত্র যে ফ্লোরিডা ক্ষতিগ্রস্ত হবে তা নয়, এই হারে জলস্তর বাড়তে থাকলে ভারত সহ বিশ্বের সবকটি দেশও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে ।
নাম গ্রিনল্যান্ড হলেও দেশটি বরফে ভর্তি। এই গ্রিনল্যান্ডের ‘আইস শিট’ গলার কথা পরিবেশবিদরা অনেক আগেই জানিয়েছিলেন। আইস শিট হল বেশ খানিকটা জায়গা জুড়ে একটি বরফের স্তূপ। কখনও কখনও এর আকার একটা ছোটখাট শহরের মতো হতে পারে। এহেন আইস শিট গলে গেলে বিপদ। আর সেই বিপদের সম্মুখীন আমেরিকার ফ্লোরিডা প্রদেশ।
এই কথা তাঁরা তাঁদের ওয়েবসাইট পোলার পোর্টালে জানিয়েছেন। শেয়ার করেছেন পোলার পোর্টালের টুইটার হ্যান্ডল থেকেও।বিজ্ঞানীরা বলছেন, ২০১৯ সালের মতো বড় না হলেও এবারের আইস শিট বড় অঞ্চলকে প্রভাবিত করতে পারে।

 

Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...
Exit mobile version