Tuesday, May 6, 2025

পেশায় ভ্যানরিকশাচালক ডোমজুড়ের চামরাইল গ্রামের বাসিন্দা শিশির সানা। পরিবার বলতে তিনি আর তাঁর মা সুনিত্রা সানা। ভাঙাচোরা, হতশ্রী বাড়িতে বৃদ্ধা মাকে নিয়ে থাকেন অবিবাহিত শিশির। সেই গরিব ভ্যানরিকশাচালকের বাড়িতে ভোটে চমক তৈরি করতে মধ্যাহ্নভোজন সেরেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিয়েছিলেন অবস্থা ফেরানোর প্রতিশ্রুতি। কিন্তু সেগুলো যে নেহাতই কথার কথা ছিল, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন ভ্যানচালক শিশির সানা।

৭ এপ্রিল শিশির সানার বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছিলেন অমিত শাহ। নিজের পোড়ো বাড়ি, চাল ফুটো তবুও শিশির আপ্যায়নে কোনও ত্রুটি রাখেননি। খাওয়াদাওয়ার পর শিশিরের মা সুমিত্রা সানাকে ভোট মিটলেই তাঁদের বাড়ির ছাদ মেরামতের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন অমিত শাহ।

কিন্তু ভোট মিটতেই যথারীতি সেই কথা বেমালুম ভুলে গিয়েছেন শাহ। বরং পাশে দাঁড়িয়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস পরিচালিত স্থানীয় পঞ্চায়েত ওই গরিব ভ্যানচালকের বাড়ির ছাদ মেরামতের ব্যবস্থা করে দিচ্ছে। বিধায়ক কল্যাণ ঘোষ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পঞ্চায়েতের এই উদ্যোগে শিশির খুব খুশি। বললেন, ‘ভোট মিটতেই বিজেপির কারও আর দেখা নেই! স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। পাত্তা দেননি ওঁরা।’

শিশিরের মা বললেন, ‘ছাদ ফেটে ঘরে জল পড়ে। বৃষ্টি হলে ঘরে ভেসে যায়। অমিত শাহর কাছে আবেদন করেছিলাম। উনি মেরামতের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই আশ্বাসই সার।’ শিশির বললেন, ‘ভ্যান চালিয়ে সংসার চালাই। স্থানীয় বিজেপি নেতারা বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারে এসে দুপুরে আমাদের বাড়িতে খাবেন। আমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাই। সাধ্যমতো আয়োজন করি। প্রায় হাজারদুয়েক টাকা খরচও হয়েছিল। পরে মোহভঙ্গ হয়েছে। এখন আমরা মুখ্যমন্ত্রীর চালু করা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছি। বিনা পয়সায় রেশন পাচ্ছি। এবার ভেঙে যাওয়া ছাদও পঞ্চায়েতের তরফে মেরামত করে দেওয়া হচ্ছে। আমরা মমতাদির কাছে কৃতজ্ঞ।’ বিধায়ক কল্যাণ ঘোষ জানান, ‘ওই ভ্যানচালক পরিবারের পাশে আছি আমরা। ওঁর বাড়ির ছাদ দ্রুত মেরামত করে দেওয়া হবে।’

আরও পড়ুন- দু’মাস মদ বিক্রি করতে পারবে না ‘দ্য পার্ক ‘ এবং ‘হিন্দুস্থান হোটেল ইন্টারন্যাশনাল’

 

Related articles

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...

দিলীপ নিয়ে দলবদলু নেতাদের মুখে কুলুপের নির্দেশ বিজেপির, বৈঠকে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি

প্রথমে বিয়ে। তারপর সস্ত্রীক রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষার্থে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে উপস্থিতি। আর এই নিয়েই বিজেপির প্রাক্তন...

বুধবার উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! কীভাবে দেখবেন রেজাল্ট?

আগামিকাল অর্থাৎ বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ইতিমধ্যেই জানিয়েছে,...

SLST নিয়োগে বাধা নেই, ইঙ্গিত হাইকোর্টের শুনানিতে

রাজ্যের চাকরিপ্রার্থীদের চাকরিতে বাধা দিতে কোনও পথ বাকি রাখেনি বিরোধীরা। সুপ্রিম কোর্ট যে নিয়োগের ক্ষেত্রে কোনও বাধা নেই...
Exit mobile version