Sunday, May 4, 2025

জল যন্ত্রণা কমতেই এলাকায় বিজেপি বিধায়ক, বিক্ষোভ দেখালেন স্থানীয়রা

Date:

একটানা বৃষ্টিতে গোটা রাজ্যের মতোই জলছবি দেখা গিয়েছিল হলদিয়ায় (Haldia)। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। জলযন্ত্রণা রেহাই হলদিয়াবাসীর। আর তখনই ঘোলা জলে মাছ ধরতে সেখানে হাজির স্থানীয় বিজেপি বিধায়ক (BJP MLA) তাপসী মণ্ডল (Tapasi Mandal)। বন্যা (Flood) পরিস্থিতির পর সবকিছু যখন স্বাভাবিক হচ্ছে, ঠিক তখনই লোক দেখানো এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়েন তাপসী মণ্ডল। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হলদিয়া।

আজ, বৃহস্পতিবার দুপুরে হলদিয়া পুরসভার ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। কিন্তু তাঁকে দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এই সময়টার জন্যই যেন অপেক্ষা করছিলেন স্থানীয় মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, মানুষ যখন জলের নিচে ছিল, যে সময় অভিভাবক হিসেবে এলাকার মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বিধায়ককে, তখন তাঁর টিকি খুঁজে পাওয়া যায়নি। ফোনও তোলেননি। আর এখন সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পর আই ওয়াশ করতে বিধায়ক এসেছেন। অথচ ভোটের আগে সবসময় এলাকায় ঘুরে বেড়াতেন তাপসীদেবী। বিধায়কের বিরুদ্ধে এমনটাই অভিযোগ এলাকার মহিলাদের। তাঁদের আরও দাবি, অনেক আশা করে হলদিয়ার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু বিপদের সময়েই মানুষের পাশে ছিল না তারা। বরং, এই এলাকায় তৃণমূল নেতারাই মানুষের পাশে দাঁড়িয়েছেন। খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

যদিও তাপসী মণ্ডলের অভিযোগ, এই বিক্ষোভ তৃণমূলের চক্রান্ত। যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা তৃণমূলের ক্যাডার। বিজেপির বদনাম করতেই এমন সাজানো বিক্ষোভ দেখানো হয়েছে। এই ঘটনার সঙ্গে সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন:আগরতলায় তৃণমূলের শান্তিপূর্ণ মিছিলে বাধা ব়্যাফের, ধর্নায় বসে তীব্র প্রতিবাদ কুণালদের

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version