Sunday, August 24, 2025

সংক্রমণ ঠেকাতে এবার কেরল ও মহারাষ্ট্রের সীমান্তবর্তী জেলাগুলিতে কার্ফু জারি

Date:

দেশে ফের বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। পাশাপাশি বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশের দৈনিক সংক্রমণের অর্ধেকের বেশিই আক্রান্ত হচ্ছে কেরলে। তারপরই রয়েছে মহারাষ্ট্র। তাই এবার সংক্রমণ ঠেকাতে কেরল ও মহারাষ্ট্রের সীমান্তবর্তী আটটি জেলায় শনি ও রবিবার কার্ফু জারি করল কর্নাটক সরকার।

শুক্রবার শুধুমাত্র কর্নাটকেই সক্রিয় রোগীর সংখ্যা ছিল ২৪ হাজার ৪৩৯। এদিকে চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ। তাই করোনার দাপট থেকে রাজ্যকে বাঁচাতে মহারাষ্ট্র ও কেরল সীমান্তবর্তী মোট আটটি জেলায় কার্ফু জারি করা হয়েছে। শুক্রবার কর্ণাটক সরকারের জানিয়েছে, রাত ন’টা থেকে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু জারি থাকবে। বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া কেউ কার্ফুর সময় বেরোনো যাবে না।

পাশাপাশি এদিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই আট জেলা তো রয়িছে সেইসঙ্গে রাজ্যের সর্বত্র রাত ৯টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জার থাকবে নাইট কার্ফু। সেখানে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান এবং রেশন দোকান খোলা থাকবে ভোর পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত। রেস্তোরাঁগুলি ২৪ ঘণ্টাই হোম ডেলিভারি দিতে পারবে। পাব এবং বার খোলা যাবে না। কিন্তু মদের দোকান খোলা থাকবে ভোর পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত। ট্রেন ও বিমান চালু থাকবে। চলবে বাসও। বিবাহ বা অনান্য পারিবারিক অনুষ্ঠানে সর্বোচ্চ ১০০ জন উপস্থিত হতে পারবেন।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version