Wednesday, November 12, 2025

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ঘরের মাঠে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

Date:

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম সিরিজ জয় বাংলাদেশের। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে অনন্য নজির গড়ল টাইগাররা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ জিতে নিল মাহমুদউল্লাহবাহিনী। বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও ম্যাচে মাত্র ১২৭ রানের পুঁজি নিয়ে দুরন্ত লড়াই করল বাংলাদেশ। শেষ ওভারে অস্ট্রেলিয়ার কফিনে পেরেকটা পুঁতে দিলেন মুস্তাফিজুর রহমান।
এদিন বাংলাদেশের ১২৭ রান তাড়া করতে নেমে মাত্র ১১৭ রানেই গুটিয়ে গেল ক্যাঙ্গারুবাহিনীর ইনিংস।
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সাকিবরা বুঝিয়ে দিলেন লড়াই করে কিভাবে ম্যাচ বের করতে হয়। তবে অজিদের মূল আঘাত দেন ফিজ। এদিন ৪ ওভারে মাত্র ৯ রান দেন মুস্তাফিজুর রহমান। যার বলে কোনও বাউন্ডারি মারতে পারেনি ক্যাঙ্গারুবাহিনী। শেষ পাঁচটি ডট বল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শুধু তাই নয় এক ঐতিহাসিক জয়ের মূলসাক্ষী হয়ে থাকলেন তিনি।
এদিন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র দাঁড়াতে পেরেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ (৫৩ বলে ৫২)। মূলত তার ব্যাটের উপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের লক্ষমাত্রা রাখে বাংলাদেশ। অধিনায়ক ছাড়া সাকিব আল হাসান (১৭ বলে ২৬) আফিফ হোসেন (১৩ বলে ১৯) রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান ইলিস ৩টি এবং হ্যাজেলউড ও জাম্পা যথাক্রমে ২টি করে উইকেট দখল করে।

শুরুটা ভালই করেছিল অজিরা। কিন্তু শেষ রক্ষা হল না অজিবাহিনীর। মিচেল মার্শ ( ৪৭ বলে ৫১) এবং বেন ম্যাকডারমটের (৪১ বলে ৩৫) রানের উপর ভর ৪ উইকেট হারিয়ে ১১৭ রান পৌঁছাতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। এই প্রথম টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে জয়ের খুশিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।  টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের মনোবল কতটা বাড়ল , তা সময়ই বলবে।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version