Thursday, August 21, 2025

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম সিরিজ জয় বাংলাদেশের। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে অনন্য নজির গড়ল টাইগাররা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ জিতে নিল মাহমুদউল্লাহবাহিনী। বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও ম্যাচে মাত্র ১২৭ রানের পুঁজি নিয়ে দুরন্ত লড়াই করল বাংলাদেশ। শেষ ওভারে অস্ট্রেলিয়ার কফিনে পেরেকটা পুঁতে দিলেন মুস্তাফিজুর রহমান।
এদিন বাংলাদেশের ১২৭ রান তাড়া করতে নেমে মাত্র ১১৭ রানেই গুটিয়ে গেল ক্যাঙ্গারুবাহিনীর ইনিংস।
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সাকিবরা বুঝিয়ে দিলেন লড়াই করে কিভাবে ম্যাচ বের করতে হয়। তবে অজিদের মূল আঘাত দেন ফিজ। এদিন ৪ ওভারে মাত্র ৯ রান দেন মুস্তাফিজুর রহমান। যার বলে কোনও বাউন্ডারি মারতে পারেনি ক্যাঙ্গারুবাহিনী। শেষ পাঁচটি ডট বল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শুধু তাই নয় এক ঐতিহাসিক জয়ের মূলসাক্ষী হয়ে থাকলেন তিনি।
এদিন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র দাঁড়াতে পেরেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ (৫৩ বলে ৫২)। মূলত তার ব্যাটের উপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের লক্ষমাত্রা রাখে বাংলাদেশ। অধিনায়ক ছাড়া সাকিব আল হাসান (১৭ বলে ২৬) আফিফ হোসেন (১৩ বলে ১৯) রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান ইলিস ৩টি এবং হ্যাজেলউড ও জাম্পা যথাক্রমে ২টি করে উইকেট দখল করে।

শুরুটা ভালই করেছিল অজিরা। কিন্তু শেষ রক্ষা হল না অজিবাহিনীর। মিচেল মার্শ ( ৪৭ বলে ৫১) এবং বেন ম্যাকডারমটের (৪১ বলে ৩৫) রানের উপর ভর ৪ উইকেট হারিয়ে ১১৭ রান পৌঁছাতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। এই প্রথম টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে জয়ের খুশিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।  টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের মনোবল কতটা বাড়ল , তা সময়ই বলবে।

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version