Tuesday, August 26, 2025

তপ্ত ত্রিপুরা: আদালতে নিয়ে যাওয়া হল দেবাংশুদের, থানাতেই অবস্থান অভিষেকের

Date:

দেবাংশু, সুদীপ সহ ১৪ জন তৃণমূল নেতা কর্মীকে গ্রেফতারের ঘটনায় সকাল থেকেই উত্তপ্ত ত্রিপুরা(Tripura)। রবিবার সকালে খোয়াই থানায় গিয়ে গ্রেফতার তৃণমূল(TMC) নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), ব্রাত্য বসু(Bratya Basu), দোলা সেন(Dola Sen), কুণাল ঘোষরা(Kunal Ghosh)। এরপরই কড়া নিরাপত্তায় গ্রেফতার তৃণমূল নেতাকর্মীদের আদালতে নিয়ে গেল পুলিশ। অন্যদিকে যতক্ষণ না ন্যায় বিচার মিলছে ততক্ষণ থানাতেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার তৃণমূল নেতাকর্মীদের ওপর বিজেপির হামলার পর নিরাপত্তা দেওয়ার নাম করে থানায় এনে রবিবার গ্রেফতার করা হয়েছে দেবাংশু, সুদীপ সহ ১৪ জন তৃণমূল নেতা কর্মীকে। এই ঘটনায় যুব তৃণমূল নেতৃত্বের পাশে দাঁড়াতে সকালেই ত্রিপুরা উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। এদিন খোয়াই থানায় পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়ান তৃণমূলের প্রতিনিধিরা। কেন গ্রেফতার করা হয়েছে জানতে চেয়ে পুলিশের কাছে অভিযোগপত্র দেখতে চান অভিষেক। যদিও অভিষেককে অভিযোগ পত্র দেখাতে পারেনি পুলিশ। যার ফলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দীর্ঘক্ষন থানার অন্দরে বাক-বিতণ্ডার পর গ্রেফতার তৃণমূল নেতাকর্মীদের পুলিশি প্রহরায় আদালতের উদ্দেশ্যে রওনা দেয় ত্রিপুরা পুলিশ। তবে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়া হলেও যতক্ষণ না ন্যায় বিচার মিলছে ততক্ষণ থানাতেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:ত্রিপুরা: অভিযোগপত্র দেখাতে না পারায় পুলিশের সঙ্গে তুমুল বচসা অভিষেকের

অন্যদিকে ত্রিপুরা ইস্যুতে কোমর বেঁধে জাতীয় স্তরে লড়াইতে নামছে তৃণমূল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে আগামীকাল সোমবার সংসদে ত্রিপুরাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ দেখানো হবে। সোমবার সকাল ১০.৩০-এ সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছেন তৃণমূলের সাংসদরা। সব মিলিয়ে ত্রিপুরা ইস্যুতে সরগরম রাজনীতি।

 

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...
Exit mobile version