Thursday, May 15, 2025

তপ্ত ত্রিপুরা: আদালতে নিয়ে যাওয়া হল দেবাংশুদের, থানাতেই অবস্থান অভিষেকের

Date:

দেবাংশু, সুদীপ সহ ১৪ জন তৃণমূল নেতা কর্মীকে গ্রেফতারের ঘটনায় সকাল থেকেই উত্তপ্ত ত্রিপুরা(Tripura)। রবিবার সকালে খোয়াই থানায় গিয়ে গ্রেফতার তৃণমূল(TMC) নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), ব্রাত্য বসু(Bratya Basu), দোলা সেন(Dola Sen), কুণাল ঘোষরা(Kunal Ghosh)। এরপরই কড়া নিরাপত্তায় গ্রেফতার তৃণমূল নেতাকর্মীদের আদালতে নিয়ে গেল পুলিশ। অন্যদিকে যতক্ষণ না ন্যায় বিচার মিলছে ততক্ষণ থানাতেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার তৃণমূল নেতাকর্মীদের ওপর বিজেপির হামলার পর নিরাপত্তা দেওয়ার নাম করে থানায় এনে রবিবার গ্রেফতার করা হয়েছে দেবাংশু, সুদীপ সহ ১৪ জন তৃণমূল নেতা কর্মীকে। এই ঘটনায় যুব তৃণমূল নেতৃত্বের পাশে দাঁড়াতে সকালেই ত্রিপুরা উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। এদিন খোয়াই থানায় পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়ান তৃণমূলের প্রতিনিধিরা। কেন গ্রেফতার করা হয়েছে জানতে চেয়ে পুলিশের কাছে অভিযোগপত্র দেখতে চান অভিষেক। যদিও অভিষেককে অভিযোগ পত্র দেখাতে পারেনি পুলিশ। যার ফলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দীর্ঘক্ষন থানার অন্দরে বাক-বিতণ্ডার পর গ্রেফতার তৃণমূল নেতাকর্মীদের পুলিশি প্রহরায় আদালতের উদ্দেশ্যে রওনা দেয় ত্রিপুরা পুলিশ। তবে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়া হলেও যতক্ষণ না ন্যায় বিচার মিলছে ততক্ষণ থানাতেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:ত্রিপুরা: অভিযোগপত্র দেখাতে না পারায় পুলিশের সঙ্গে তুমুল বচসা অভিষেকের

অন্যদিকে ত্রিপুরা ইস্যুতে কোমর বেঁধে জাতীয় স্তরে লড়াইতে নামছে তৃণমূল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে আগামীকাল সোমবার সংসদে ত্রিপুরাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ দেখানো হবে। সোমবার সকাল ১০.৩০-এ সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছেন তৃণমূলের সাংসদরা। সব মিলিয়ে ত্রিপুরা ইস্যুতে সরগরম রাজনীতি।

 

Related articles

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...
Exit mobile version