Thursday, November 13, 2025

ফের দেশে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নীচে, মৃত্যু কমে ৪৪৭

Date:

গত সপ্তাহে দেশের দৈনিক সংক্রমণ ৪২ হাজারের উপরে ছিল। তবে সপ্তাহান্তে কিছুটা কমে আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নীচে নেমেছিল। আজও সেই ধারা অব্যাহত। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে(Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন। পাশাপাশি কমেছে মৃত্যুও।
দৈনিক সংক্রমণ কম হওয়ায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যা ও দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৪৭ জন। এ নিয়ে গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৮ হাজার ৩০৯ জন। দৈনিক সংক্রমণ কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে সাড়ে চার হাজারের বেশি। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ২ হাজার ১৮৮ জন।
তবে এখনও পর্যন্ত করোনার দৈনিক সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে রয়েছে কেরল। কোনওভাবেই সংক্রমণের রাশ টানা যাচ্ছে না এই রাজ্যে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬০৭ জন। মহারাষ্ট্রে ৫ হাজার ৫০৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপদেশ, তামিলনাড়ু, কর্নাটক ও ওড়িশার স্থান।
হু-এর তরফে পরামর্শ দেওয়া হয়েছে সংক্রমণ রুখতে গণ টিকাকরণই একমাত্র পথ। তাই ডিসেম্বরের মধ্যেই সমস্ত দেশবাসীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যদিও টিকার অপ্রতুলতার কারণে টিকাকরণের গতি আনা সম্ভব হচ্ছে না।


Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version