Monday, August 25, 2025

এবার শহরের রাস্তায় নামছে সিএনজি বাস। আজ, সোমবার পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতার প্রথম সিএনজি বাস উদ্বোধন করলেন। এই বিষয়ে জানা গিয়েছে, গত ২১ জুন ফিরহাদ হাকিমের নেতৃত্বে কসবা পরিবহন ভবনে রাজ্যের সঙ্গে বেঙ্গল গ্যাস কোম্পানির চুক্তি হয়েছিল সিএনজি বাস নিয়ে। অবশেষে আজ সোমবার থেকে পথ চলা শুরু করল এই সিএনজি বাস।

বাস চালালেন খোদ পরিবহন মন্ত্রী। কসবা পরিবহন ভবন থেকে বেরিয়ে রুবি মোড় থেকে বাস ঘুরিয়ে নিজেই কসবা পরিবহন ভবনে ফিরিয়ে আনলেন সিএনজি বাস।
পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের উদ্যোগে পরীক্ষামূলক ভাবে রাস্তায় নামানো হচ্ছে সিএনজিতে চলা দুটি বাস।
পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, WBTC-র পরিত্যক্ত দুটি বাসকে পরীক্ষামূলক ভাবে সিএনজিতে চালানো হচ্ছে।
নির্মাতাদের পক্ষে ইষাণ গুপ্তর দাবি, এর ফলে কমবে টিকিটের দাম।বেসরকারি বাসের জন্য প্রথম সিএনজি স্টেশন তৈরি হয়ে যাবে আগামী ৬ মাসের মধ্যেই। এতে পরিবেশ দূষণ কমবে। তাছাড়া পেট্রল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যে কিছুটা হলেও স্বস্তি পাবেন মালিকরা। এছাড়া বায়ুদূষণও কমবে কিছুটা।
পরিবহন মন্ত্রী আরও বলেন, আমরা ইলেকট্রিক বাসের উপর বেশি নজর দিচ্ছি, আর এখন সিএনজি বাসকে গুরুত্ব দিচ্ছি, যাতে কলকাতা আরও পরিষ্কার ও সবুজ হয়ে ওঠে।

আরও পড়ুন- “কৃষিক্ষেত্রে ১১ হাজার কোটি টাকার বেশি খরচ করবে সরকার”, জানালেন প্রধানমন্ত্রী
এই বাসের চলাচল সফল হলে শহরে আরও বাড়ানো হবে সিএনজি বাস। একদিকে পেট্রোল ও ডিজেলের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠছে বেসরকারি বাস মালিকদের। আর এই অবস্থায় রাজ্য পরিবহন দফতর চাইছিল, এবার রাস্তায় নামুক সিএনজি বাস।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version