আগামিকাল পেগাসাস নিয়ে দিনভর আলোচনা হোক: লোকসভায় দাবি সুদীপের 

সোমবারে পেগাসাস নিয়ে উত্তপ্ত সংসদের দুই কক্ষ। তার মধ্যেই মঙ্গলবার, লোকসভায় পেগাসাস ইস্যুতে দিনভর আলোচনার দাবি করলেন তৃণমূল (Tmc) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। তাঁর অভিযোগ যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানছে না কেন্দ্র।

সংসদে বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই পেগাসাস (Pegasus) নিয়ে সরব তৃণমূল। অন্যান্য বিরোধীরাও পেগাসাস নিয়ে আলোচনায় চেয়ে সংসদের দুটি কক্ষে তুমুল হট্টগোল করছে। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। দফায় দফায় দুই কক্ষই মুলতুবি করে দিতে হয়। এর মধ্যে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, সংসদের বাদল অধিবেশন প্রায় শেষের মুখে। অথচ পেগাসাসের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একদিনও আলোচনা হল না। মঙ্গলবার সারাদিন এই ইস্যুতে আলোচনা হোক চাইছেন তাঁরা।